শিরোনাম

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প এক জন যৌন হেনস্থাকারী: কমলা হ্যারিস

ইকবাল খান: [২] মার্কিন নির্বাচন আগামী নভেম্বরের প্রথম মঙ্গলবারে। ডেমোক্রেট দল এখনও আনুষ্ঠানিকভাবে তাদের প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা না করলেও প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত প্রার্থী, বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। 

[৩] আনন্দবাজার জানায়, জো বাইডেন সরে দাঁড়ানোর ঠিক এক সপ্তাহ পরে, শনিবার, অর্থ সংগ্রহের উদ্দেশ্যে আয়োজিত তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বিপুল অর্থ সংগ্রহ করেছেন হ্যারিস। তাঁর প্রচার টিমের লক্ষ্য ছিল, এই অনুষ্ঠান থেকে ৪ লাখ ডলার সাহায্য জোগাড় করা। মিলেছে তার তিন গুণেরও বেশি, ১৪ লাখ ডলার।

[৪] এখনও দলের মনোনয়ন না পেলেও চূড়ান্ত পর্যায়ে লড়ার প্রস্তুতি নিয়ে চলেছেন কমলা। গত সাত দিনে তিনি যে ক’টি প্রচার সভা করেছেন, তার প্রতিটাতেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। 

[৫] শনিবারের সভায় বলেন, ‘আমি এক জন আইনজীবী। ধর্ষণ ও যৌন হেনস্থার সংজ্ঞা জানি। আমি হলফ করে বলতে পারি, ট্রাম্প এক জন যৌন হেনস্থাকারী।’ 

[৬] রিপাবলিকান দলের প্রেসিডেন্টের প্রার্থীকে চ্যালেঞ্জ করে কমলা বলেন, ‘আশা করি ট্রাম্প সাহস করে আমার সঙ্গে বিতর্কে অংশ নেবেন। তা হলে সরাসরি তাঁকে এ বিষয়ে প্রশ্ন করব।’ এর মধ্যেই হ্যারিস-ট্রাম্পের একটি বিতর্ক সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু ট্রাম্প সেই বিতর্কে অংশ নিতে অস্বীকার করেন। তাঁর প্রচার টিমের তরফে দাবি করা হয়, ‘ডেমোক্রেট দল এখনও কোনও প্রার্থীর নামই ঘোষণা করেনি। দল যাকে এখনও মনোনীত করেনি, তাঁর সঙ্গে বিতর্ক করে সময় নষ্ট করতে চান না ট্রাম্প।’

আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়