শিরোনাম

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৩:৫৪ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৪, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলা হ্যারিসকে সমর্থন সালমান রুশদির 

(বাঁ দিকে) সলমন রুশদি ও কমলা হ্যারিস (ডান দিকে)।   ফাইল ছবি

ইকবাল খান: [২] আনন্দবাজার জানায়, রোববার কমলার সমর্থনে দক্ষিণ এশীয়দের এক আলোচনাচক্রে নিজের মত প্রকাশ করেন রুশদি। তিনি বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ সময়। আমি বোম্বেতে (অধুনা মুম্বাই) বেড়ে উঠেছি। ভারতীয় (বংশোদ্ভূত) কোনও মহিলা হোয়াইট হাউস পরিচালনা করবেন, এমন ঘটনার সাক্ষী থাকা দারুণ অভিজ্ঞতা। আমার স্ত্রীও আফ্রো-আমেরিকান। আমরা চাই, ভারতীয় (বংশোদ্ভূত) কোনও মহিলা হোয়াইট হাউসে আসুন।’

[৪] একই সঙ্গে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে রুশদি বলেন, ট্রাম্প হলেন এক জন ‘ফাঁপা মানুষ’, যিনি আমেরিকাকে কর্তৃত্ববাদের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

[৫] ট্রাম্প ও কমলার তুলনা টেনে তিনি বলেন, ‘এখন যা পরিস্থিতি, ট্রাম্পকে কোনও দিক থেকে তারকা বলে মনে হচ্ছে না। তিনি এক জন মোটা, বৃদ্ধ মানুষ। আর কমলাকে দেখতে সুপারস্টারের মতো লাগছে। তাঁর মধ্যে এক অনন্যসাধারণ প্রতিভা রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়