শিরোনাম
◈ প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক ◈ অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো যাদের জন্য  ◈ বঙ্গভবনের ব্যারিকেড ভাঙার চেষ্টা, বিক্ষোভের সময় সংঘর্ষে ২ শিক্ষার্থীসহ আহত ৩(ভডিও) ◈ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা ◈ তিন দিনের মাথায় ফের সোনার দামে নতুন ইতিহাস ◈ পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল জগন্নাথ শিক্ষার্থীরা ◈ জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ◈ বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হয়নি : প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব (ভিডিও) ◈ সেন্টমার্টিনে পর্যটকরা যেতে পারবেন, তবে থাকছে নানান বিধি নিষেধ (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০১:৫৩ দুপুর
আপডেট : ১০ অক্টোবর, ২০২৪, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনুসের অবস্থা ভয়াবহ, কয়েক দিনে নিহত দুই শতাধিক

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকার অসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানিয়েছে। গত সোমবার থেকে এসব হামলা শুরু হয়। এতে আহত হয়েছেন আরও শত শত। সেখানে এখনও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র : অ্যারাব নিউজ

[৩] সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে একথা জানান। তিনি বলেন, শনিবার সেখানকার বহুলোক ফের বাস্তুচ্যুত হয়েছেন। বাসাল বলেন, ‘খান ইউনুসের এসব বাসিন্দার কোথায় যাবেন?  তাদের যাওয়ার মতো কোন জায়গা নেই।’

[৪] তিনি বলেন, ‘যে কেউ খান ইউনুস এলাকায় গেলে দেখতে পাবেন যে, সেখানকার মাটিতে ও রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। দুর্ভাগ্যের বিষয় এলাকাটি এখন আর মানুষের বাসযোগ্য নেই।’ 

[৫] তিনি বলেন, ‘মৃত্যুর কাছে নিজেদেরকে সোপর্দ করা ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প নেই।’ ৫জন জিম্মির মরদেহ উদ্ধারের পর গত শনিবার ইসরায়েলের সেনাবাহিনী সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করে।

[৬] সোমবার ইসরায়েলি হামলা শুরুর পর খান ইউনুস থেকে এক লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তারা বলেছে, সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশ ও হামলা-লড়াই বেড়ে যাওয়ায় সেখানে ত্রাণ তৎপরতা মারাত্মক ব্যাহত হচ্ছে।

[৭] জাতিসংঘ জানিয়েছে, সেখানকার পানি, পয়নিস্কাশন ও স্বাস্থ্যসেবার অবস্থা ‘অসহনীয়’ হয়ে পড়েছে। শনিবার রাতে খান ইউনুসের সর্বশেষ ভয়াবহ হামলায় ১৫ শিশুসহ নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি এবং আহত হয়েছেন শতাধিক। সম্পাদনা: শামীম

এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়