শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০১:৫৩ দুপুর
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনুসের অবস্থা ভয়াবহ, কয়েক দিনে নিহত দুই শতাধিক

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকার অসামরিক প্রতিরক্ষা সংস্থা একথা জানিয়েছে। গত সোমবার থেকে এসব হামলা শুরু হয়। এতে আহত হয়েছেন আরও শত শত। সেখানে এখনও নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সূত্র : অ্যারাব নিউজ

[৩] সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে একথা জানান। তিনি বলেন, শনিবার সেখানকার বহুলোক ফের বাস্তুচ্যুত হয়েছেন। বাসাল বলেন, ‘খান ইউনুসের এসব বাসিন্দার কোথায় যাবেন?  তাদের যাওয়ার মতো কোন জায়গা নেই।’

[৪] তিনি বলেন, ‘যে কেউ খান ইউনুস এলাকায় গেলে দেখতে পাবেন যে, সেখানকার মাটিতে ও রাস্তাগুলোতে হাজার হাজার মানুষ ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছেন। দুর্ভাগ্যের বিষয় এলাকাটি এখন আর মানুষের বাসযোগ্য নেই।’ 

[৫] তিনি বলেন, ‘মৃত্যুর কাছে নিজেদেরকে সোপর্দ করা ছাড়া তাদের সামনে আর কোন বিকল্প নেই।’ ৫জন জিম্মির মরদেহ উদ্ধারের পর গত শনিবার ইসরায়েলের সেনাবাহিনী সেখান থেকে বাসিন্দাদের চলে যাওয়ার জন্য নতুন করে নির্দেশ জারি করে।

[৬] সোমবার ইসরায়েলি হামলা শুরুর পর খান ইউনুস থেকে এক লাখ ৮০ হাজারেরও বেশি ফিলিস্তিনি পালিয়ে গেছেন বলে জাতিসংঘ জানিয়েছে। তারা বলেছে, সরে যাওয়ার ইসরায়েলি নির্দেশ ও হামলা-লড়াই বেড়ে যাওয়ায় সেখানে ত্রাণ তৎপরতা মারাত্মক ব্যাহত হচ্ছে।

[৭] জাতিসংঘ জানিয়েছে, সেখানকার পানি, পয়নিস্কাশন ও স্বাস্থ্যসেবার অবস্থা ‘অসহনীয়’ হয়ে পড়েছে। শনিবার রাতে খান ইউনুসের সর্বশেষ ভয়াবহ হামলায় ১৫ শিশুসহ নিহত হয়েছেন ৩০ জনেরও বেশি এবং আহত হয়েছেন শতাধিক। সম্পাদনা: শামীম

এসএইচ/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়