শিরোনাম
◈ দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম ◈ অবৈধ অভিবাসীদের সহায়তাকারীদের মার্কিন দূতাবাসের হুঁশিয়ারি ◈ সতর্ক সংকেত জারি, আজ বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি খুবই বেশি ◈ পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা যুক্তরাজ্যে আ.লীগ নেতার ছেলের বিয়েতে  ◈ বিএনপির নতুন রাজনৈতিক মেরুকরণ: বাম দলগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের চেষ্টা ◈ হাথুরুসিংহে ও তার দুই সহকারী ‘নাসুমকে চড় মারা’ প্রসঙ্গে যা বললেন ◈ অ্যাঞ্জেলিনা জোলির সমর্থন গাজার প্রতি, ইসরায়েলি হামলাকে বললেন ‘গণকবরের মতো ধ্বংসযজ্ঞ’ ◈ গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, হাসপাতালে ভর্তি ◈ প্রাইমএশিয়া শিক্ষার্থী পারভেজ হত্যা: ৩ জন আটক ◈ টাঙ্গাইলের ৭০০ বছরের নওয়াব শাহী জামে মসজিদে ৯৮ বছর ধরে চলছে অবিরাম কুরআন তিলাওয়াত

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৯:২৩ সকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে হিজবুল্লাহর সরাসরি রকেট হামলায় নিহত ১২, নেতানিয়াহু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন

রাশিদুল ইসলাম: [২] জেরুজালেম পোস্টের খবর বলা হয়েছে ইরানের তৈরি রকেট দিয়ে হিজবুল্লাহর এ হামলায় ইসরায়েলের মাজদাল শামসে ১২ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৯ জন। হারেৎজ/জেরুজালেম পোস্ট/টাইমস অব ইসরায়েল

[৩] এ ঘটনায় যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশে ফিরেছেন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছে।

[৪] এ হামলার পর রোববার ইসরায়েল লেবাননের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে  যেতে পারে বলে আশঙ্কা করে টাইমস অব ইসরায়েল বলেছে তেলআবিব হিজবুল্লাহর এ হামলার ‘উল্লেখযোগ্য প্রতিক্রিয়া’ দেখাবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। 

[৫] হিজবুল্লাহর রকেট হামলায় নিহতদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে। হিজবুল্লাহর রকেট মাজাল শামসের একটি ফুটবল মাঠে এসে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে।

[৬] উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর এ রকেট হামলার পর উত্তর গ্যালিলের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে বলা হয়। মাজদাল শামসের ড্রুজ গ্রামে হিজবুল্লাহ ড্রোন হামলার পর ইসরায়েলি উদ্ধার বাহিনী ওই এলাকায় যেয়ে উদ্ধার কাজ শুরু করে।

[৭] মাজদাল শামসে এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। এ হামলাকে ভয়াবহ হামলা বলে নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। 

[৮] ইসরায়েলের সেনাবাহিনী বলছে হিজবুল্লাহ যে স্থান থেকে মাজদাল শামস-এ রকেট হামলা চালায় সেখানে পাল্টা আঘাত হানা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ হার্জি হালেভি রোববার ভোরে মাজদাল শামস পরিদর্শন করার সময় বলেন, ‘আমরা হিজবুল্লাহর সাথে খুব দৃঢ়তার সাথে লড়াই করছি। এ হামলার কড়া জবাব দেওয়া হবে। 

[৯] জাতিসংঘের কর্মকর্তারা লেবানন-ইসরায়েল ফ্রন্টে ‘সর্বোচ্চ সংযম’ করার আহ্বান জানিয়েছেন। লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী এবং লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর প্রধান রোববার লেবানন-ইসরায়েল সীমান্তে সর্বোচ্চ সংযম রাখার আহ্বান জানিয়ে বলেন, এই এলাকায় একটি মারাত্মক হামলার কারণে উত্তেজনা বেড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়