শিরোনাম
◈ আদালতে  শাজাহান খানের নালিশ ◈ সংবিধানবিরোধী আইন বাতিলের দাবি: উত্তাল ভারত, ওয়াকফ সংশোধন নিয়ে ভারতের মুসলিমদের দেশজুড়ে বিক্ষোভ ◈ ঘোমটা তুলতেই দেখা গেল বদলে গেছে কনে, মেয়ের বদলে মায়ের সঙ্গে বিয়ে! ◈ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বসেছে বিএনপি, আলোচনায় নির্বাচন ও সংস্কার ইস্যু ◈ হিন্দু নেতার মৃত্যুকে নিপীড়নের অংশ বলা ভারতের দাবি প্রত্যাখ্যান করল বাংলাদেশ ◈ সুবিধা না পেলেও বিচারকের দায়িত্ব পালন করতে হবে: আইন উপদেষ্টা আসিফ নজরুল ◈ সারা দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঢল, গ্রেপ্তার অভিযানে কড়া নজরে পুলিশ ◈ ছাব্বিশের এপ্রিলে নির্বাচন হতে পারে! ◈ গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফটের ভূমিকা নিয়ে কর্মীদের তীব্র প্রতিবাদ, বরখাস্ত ও পদত্যাগে উত্তাল পরিবেশ ◈ লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১২:৩৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বেতাঙ্গ নারীদের জুম বৈঠকে কমলার জন্য ২০ লাখ ডলার সংগ্রহ

সাজ্জাদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের জন্য ৯০ মিনিটের একটি জুম বৈঠক হয়েছে বৃহস্পতিবার রাতে। এতে এক লাখ ৬০ হাজারেরও বেশি শ্বেতাঙ্গ নারী অংশ নেন। এ বৈঠকে বিপুল অংকের নির্বাচনী তহবিল সংগৃহীত হয়েছে। সূত্র: রয়টার্স

[৩] এদিন রাতেই ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলাকে সমর্থন  দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। বিশিষ্ট রাজনৈতিক কর্মী শ্যানন ওয়াটস জুম বৈঠকের আয়োজন করেন। 

[৪] বৈঠকটির নাম দেওয়া হয়, ‘হোয়াইট উইমেন: অ্যানসার দ্য কল’। এতে অংশগ্রহণকারী সব নারীই ছিলেন শ্বেতাঙ্গ। বৈঠকে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পপ তারকা পিংক, অভিনেত্রী কনি ব্রিটনসহ অনেকে অংশ নেন। তারা কমলার সমর্থনে কথা বলেন। শ্যানন জুম বৈঠকে কমলার যোগ্যতার নানান দিক তুলে ধরেন।

[৫] সরাসরি সম্প্রচারিত বৈঠকে প্রথম দফায় ১ লাখ ১৬ হাজারের বেশি নারী যোগ দেওয়ায় সম্প্রচারে সমস্যা হচ্ছিল। কথা ভেঙে যাচ্ছিল। একপর্যায়ে জুম বৈঠক বন্ধ হয়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যে আবার শুরু হয়। শেষ পর্যন্ত বৈঠকে অংশগ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছাড়িয়ে যায় । অনুষ্ঠানটি ইউটিউবেও অনেকে সরাসরি দেখেছেন।

[৬] গত মাসে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে ভালো করতে পারেননি বাইডেন। এর পর  ডেমোক্রেটিক পার্টির চাপের মুখে  গত রোববার জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি ভাইস প্রেসিডেন্ট কমলাকে নতুন প্রার্থী হিসেবে সমর্থন দেন। তবে তাকে দল থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়া হয়নি। সম্পাদনা: রাশিদ 

এসআই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়