শিরোনাম
◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে ◈ আত্মসমর্পন করে আদালতে শেখ হাসিনার নামে আওয়ামী নেতাদের শ্লোগান (ভিডিও) ◈ ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরলো বাংলাদেশের ক্রিকেটাররা ◈ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগের পর টিউলিপকে সমর্থন করছেন স্টারমার ◈ সারজিস আলম বললেন এই আন্দোলন শতভাগ যৌক্তিক, চিকিৎসকদের সঙ্গে আমরাই রাজপথে নামব (ভিডিও) ◈ পুলিশ নাগরিকদের সেবার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ : ডিএমপি  ◈ কারা নির্বাচনে অংশগ্রহণ করবে বা যোগ্য, তা নির্ধারণ করা নির্বাচন কমিশনের দায়িত্ব: বদিউল আলম মজুমদার ◈ বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা: আনন্দবাজারের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি

সাজ্জাদুল ইসলাম : [২] জাতিসংঘের মানবিক সংস্থা একথা জানিয়েছে। তারা বলেছে,  ইসরায়েলি সেনাদের প্রবেশে বাধা এবং তীব্র লড়াইয়ের কারণে খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে আটকাপড়া লোকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সূত্র : আল-জাজিরা

[৩] জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়ার আশংকার মধ্যে গাজায় গত এপ্রিল থেকে মানবিক সহায়তা কার্গো প্রবেশ ৫৬ শতাংশ কমে গেছে।

[৪] আল-জাজিরার সংবাদদাতা জানান, খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত হওয়ার পর প্রায় এক সপ্তাহ ধরে সেখানকার আটকাপড়া এক লাখ ৮০ হাজার মানুষ খাদ্য ও পানিহীন অবস্থায় রয়েছেন এবং সেখান থেকে বের হওয়ারও কোন পথ পাচ্ছেন না।

[৫] ইসরায়েল জিম্মিদের মরদেহ উদ্ধার করতে মধ্য ও পূর্ব খান ইউনুসে হামলা চালানোর পর সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখান থেকে এক লাখ ৮২ হাজার ফিলিস্তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যরা আটক পড়েন। আটকা পড়াদের দুর্ভোগের শেষ নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। শুক্রবার পর্যন্তু হাসপাতালে ২৬টি মরদেহ নেওয়া হয়েছে।

[৬] অ্যারাব নিউজ জানায়, রোববার (২৮ জুলাই) ইতালির রাজধানী রোমে মিসর, কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতিতে পৌঁছার চেষ্টায় ফের বৈঠকে মিলিত হবেন। মার্কিন ও মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

[৭] ইসরায়েল গাজায় ২৯৫ দিন ধরে গণহত্যামূলক হামলা চালিয়ে যাচ্ছে। এতে উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ১৭৫ জন নিহত এবং  আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। হতাহতদের শতকরা ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু। সম্পাদনা: রাশিদ 

এমটি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়