শিরোনাম
◈ ফের অস্থির ডলার বাজার, দাম বে‌ড়ে ১২৯ টাকা ◈  প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ ◈ বাংলাদেশের ওপর ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি (ভিডিও) ◈ কতো টাকার মালিক দুদক চেয়ারম্যান, জানালেন নিজেই (ভিডিও) ◈ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ১০:১৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খান ইউনুসে চলছে প্রচণ্ড লড়াই : আটকা পড়েছে প্রায় ২ লাখ ফিলিস্তিনি

সাজ্জাদুল ইসলাম : [২] জাতিসংঘের মানবিক সংস্থা একথা জানিয়েছে। তারা বলেছে,  ইসরায়েলি সেনাদের প্রবেশে বাধা এবং তীব্র লড়াইয়ের কারণে খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে আটকাপড়া লোকদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। সূত্র : আল-জাজিরা

[৩] জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয় দপ্তর জানিয়েছে, দুর্ভিক্ষ ও রোগ ছড়িয়ে পড়ার আশংকার মধ্যে গাজায় গত এপ্রিল থেকে মানবিক সহায়তা কার্গো প্রবেশ ৫৬ শতাংশ কমে গেছে।

[৪] আল-জাজিরার সংবাদদাতা জানান, খান ইউনুসে ইসরায়েলি বিমান হামলায় ১৮ জন নিহত হওয়ার পর প্রায় এক সপ্তাহ ধরে সেখানকার আটকাপড়া এক লাখ ৮০ হাজার মানুষ খাদ্য ও পানিহীন অবস্থায় রয়েছেন এবং সেখান থেকে বের হওয়ারও কোন পথ পাচ্ছেন না।

[৫] ইসরায়েল জিম্মিদের মরদেহ উদ্ধার করতে মধ্য ও পূর্ব খান ইউনুসে হামলা চালানোর পর সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত সেখান থেকে এক লাখ ৮২ হাজার ফিলিস্তিনি পালিয়ে যেতে সক্ষম হলেও অন্যরা আটক পড়েন। আটকা পড়াদের দুর্ভোগের শেষ নেই। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে প্রচণ্ড যুদ্ধ চলছে। শুক্রবার পর্যন্তু হাসপাতালে ২৬টি মরদেহ নেওয়া হয়েছে।

[৬] অ্যারাব নিউজ জানায়, রোববার (২৮ জুলাই) ইতালির রাজধানী রোমে মিসর, কাতার ও মার্কিন মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতিতে পৌঁছার চেষ্টায় ফের বৈঠকে মিলিত হবেন। মার্কিন ও মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

[৭] ইসরায়েল গাজায় ২৯৫ দিন ধরে গণহত্যামূলক হামলা চালিয়ে যাচ্ছে। এতে উপত্যকাটিতে অন্তত ৩৯ হাজার ১৭৫ জন নিহত এবং  আহত হয়েছেন ৯০ হাজার ৪০৩ জন আহত হয়েছেন। হতাহতদের শতকরা ৭০ ভাগেরও বেশি নারী ও শিশু। সম্পাদনা: রাশিদ 

এমটি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়