এল আর বাদল: [২] বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ অনুষ্ঠানের আগেই দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে (টিজিভি) অগ্নিসংযোগসহ নজিরবিহীন হামলার ঘটনা ঘটেছে।
[৩] এতে তিনটি অঞ্চলের রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা এসএনসিএফ এ তথ্য জানিয়েছে।
[৪] এসএনসিএফ কর্তৃপক্ষ জানায়, রাতের বেলায় একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে পুরো সপ্তাহ লেগে যাবে বলে ধারণা কর্তৃপক্ষের।
[৫] এসএনসিএফ-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, দক্ষিণ পূর্বাঞ্চলে হামলার চেষ্টা প্রতিহত করা গেছে। ফলে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। যাত্রীদের নির্ধারিত যাত্রা স্থগিত করার জন্য আহ্বান জানিয়েছে এসএনসিএফ। তাদের রেল স্টেশনে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী প্যাত্রিশ ভারগারিত সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এই হামলার নিন্দা জানিয়েছেন। ফ্রান্সে চলমান অলিম্পিক গেমসে ৭ হাজার অ্যাথলেট অংশ নিচ্ছেন, স্টেডিয়ামে গেমস উপভোগ করবেন তিন লাখ দর্শক। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
এলআরবি/এসবি/এনএইচ
আপনার মতামত লিখুন :