শিরোনাম
◈ আওয়ামী লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: মধ্যরাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ (ভিডিও) ◈ মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে আসছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ 'আ. লীগের বিচার না করলে জনগণ আবার আন্দোলনে নামবে' (ভিডিও) ◈ বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুট (ভিডিও) ◈ দেশের সব মেডিকেল কলেজে সোমবার ‘একাডেমিক শাটডাউন’ ◈ এবার জামায়াতের আমীরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে শিবির ◈ জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল ◈ চলন্ত বাসে ডাকাতি-শ্লীলতাহানি; ভুক্তভোগী নারীর লোমহর্ষক বর্ণনা! ভিডিও ◈ মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে: ছাত্রদল

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৬:১৯ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জো বাইডেন আবারো কোভিড পজিটিভ

সালেহ্ বিপ্লব: [২] হোয়াইট হাউস বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, প্রেসিডেন্টের মৃদু উপসর্গ রয়েছে। বুধবার লাসভেগাস সফরকালে অসুস্থ বোধের পর পরীক্ষায় ধরা পরে তিনি কোভিড পজিটিভ। ৮১ বছর বয়স্ক জো বাইডেন এর আগে দুবার করোনায় আক্রান্ত হন। বিবিসি

[৩] হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে বলেন, প্রেসিডেন্টকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি দেলাওয়ারে নিজের বাড়িতে আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাসভবন থেকেই তিনি তার দায়িত্ব পালন করবেন। 

[৪] বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর বলেছেন, দিনের শুরুতে তিনি বেশ ভালো ছিলেন। বিকেলের দিকে অসুস্থ বোধ করলে দেখা যায়, তিনি শ্বাসতন্ত্রের সমস্যায় রয়েছেন। সঙ্গে সর্দি ও কফ রয়েছে। তাকে পেক্সলোভিডের প্রথম ডোজ দেওয়া হয়েছে। 

[৫] বুধবার সকালে জো বাইডেন লাস ভেগাস সফরে যান। বিপুল সংখ্যক ভক্ত-সমর্থক তাকে স্বাগত জানায়। সেখানে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এরপর অসুস্থ বোধ করলে পরবর্তী কর্মসূচিগুলো বাতিল করে ফিরে আসেন। 

[৬] প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লাস ভেগাস এয়ারপোর্টে গাড়ি থেকে নেমে প্লেনে ওঠার সময় খুব ধীরে চলাফেরা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি মাস্ক পরেননি। এয়ারফোর্স ওয়ানে আসন গ্রহণ করেই জো বাইডেন বলেন, ভালো। আমি ভালো অনুভব করছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়