ইকবাল খান: [২] মার্কিন রিপাবলিকান পার্টির রাজনৈতিক কর্মসূচি স্থলের কাছে ছুরি নিয়ে ঘোরাফেরা করা এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করেছে পুলিশ। সূত্র: আনন্দবাজার
[৩] পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই কৃষ্ণাঙ্গ একজন ভবঘুরে। নাম স্যাম্যুয়েল শার্প। বয়স ৪৩ বছর। তাঁর আত্মীয়েরাই মৃতদেহ দেখে শনাক্ত করেছেন তাঁকে। তাঁর কাছ থেকে দু’টি ধারালো ছুরিও উদ্ধার করেছে পুলিশ। তবে স্যাম্যুয়েল কী উদ্দেশ্য নিয়ে রিপাবলিকান পার্টির রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে ছুরি হাতে ঘোরাফেরা করছিলেন, তা জানা যায়নি।
[৪] ১৩ জুলাই (শনিবার) প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করে এক আততায়ী।
[৫] এবার তাঁর দল রিপাবলিকান পার্টির অনুষ্ঠানস্থলের সামনে এক সশস্ত্র হামলাকারী নিহত হল।
আইকে/একে
আপনার মতামত লিখুন :