সাজ্জাদুল ইসলাম : [২] ওমান উপকূলে গত সোমবার প্রেস্টিজ ফ্যালকন নামে তেল ট্যাংকারটি ডুবে যায়। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) একথা জানিয়েছে। সূত্র :এনডিটিভি।
[৩] সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে এমএসসি জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী এই তেল ট্যাংকারটি ওমানের বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে যায়।
[৪] শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কম জানায়, ডুবে যাওয়া তেল ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ এই তেল ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত।
[৫] এমএসসি জানিয়েছে, জাহাজের নিখোঁজ ১৬ ক্রুর অনুসন্ধান অব্যাহত রয়েছে। ট্যাংকারের বাকি তিনজন ক্রু হলেন শ্রীলঙ্কার নাগরিক।
[৬] ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি মূলত মধপ্রাচ্যের এই সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর কাছাকাছি অবস্থিত।
এসআই/আইএফ
আপনার মতামত লিখুন :