শিরোনাম
◈ ফের অস্থির ডলার বাজার, দাম বে‌ড়ে ১২৯ টাকা ◈  প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ ◈ বাংলাদেশের ওপর ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি (ভিডিও) ◈ কতো টাকার মালিক দুদক চেয়ারম্যান, জানালেন নিজেই (ভিডিও) ◈ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৯:০৭ সকাল
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় ইসরায়েলি বিমান হামলায় মাত্র এক ঘন্টায় অন্তত ৬০ নিহত

সাজ্জাদুল ইসলাম : [২] ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে চালানো সিরিজ এই বিমান হামলায় আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। সূত্র : এপি

[৩] গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে মঙ্গলবার রাতের এই ইসরায়েলি বিমান হামলার মধ্যে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনাটি ঘটেছে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি শরণার্থী শিবিরে। সম্প্রতি এ শিবিরকে মানবিক বা নিরাপদ অঞ্চল করা হয়েছিল। আল-জাজিরা জানায়, মাত্র এক ঘন্টার এই বিমান হামলায় এ বিপুল সংখ্যক ফিলিস্তিনি নিহত হন।

[৪] মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত লোকজনের ওপর আরেকটি ভয়াবহ হামলা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, উভয় হামলার ক্ষেত্রেই তারা ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এর নৌ ইউনিটকে লক্ষ্যবস্তু করেছিল এবং সেখানে বেসামরিক হতাহতের বিষয়টি খতিয়ে দেখছে তারা।

[৫] ইসরায়েলি বাহিনী আরও দাবি করেছে, গাজায় ৯ মাসের ইসরায়েলি বিমান হামলা এবং স্থল হামলায় হামাসের সামরিক শাখার কমান্ডারদের অর্ধেক নিহত হয়েছেন এবং প্রায় ১৪ হাজার ‘সন্ত্রাসী’ নিহত বা আটক হয়েছেন।

[৬] গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। সেই থেকে গত ৯ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ভূখণ্ডটিতে ৩৮ হাজার ৭১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এসআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়