সাজ্জাদুল ইসলাম: [২] উত্তর ইরাকে ইসলামি স্টেট বা আইএসের সাবেক ঘাঁটি মসুলের পশ্চিমে এ গণকরব পাওয়া গেছে। প্রাপ্ত দেহাবশেষগুলো পুরুষ ও নারীদের। এরা সম্ভবত আইএসের হামলার শিকার হয়েছিলেন। সূত্র : মিডলইস্টআই
[৩] মসুলের ৭০ কিলোমিটার পশ্চিমে মরুভূমির প্রকৃতিক গর্ত আলো আন্তারে এসব মরদেহের সন্ধান পাওয়া যায়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত অঞ্চলটিতে আইএসের সদরদপ্তর ছিল।
[৪] শহীদ ফাউন্ডেশনের গণকবর বিভাগের পরিচালক দিয়া করিম বলেছেন, আইএস বা আল-কায়েদার নিয়ন্ত্রণে থাকার সময় তাদের হাতে লোকদের নিহত হওয়ার প্রমাণ হল এই গণকবর।
[৫] তিনি বলেন, হত্যার শিকার লোকেরা ইয়াজিদি, শিয়া তুর্কমেন বা নিরাপত্তা বাহিনীর সদস্য হতে পারেন।
আপনার মতামত লিখুন :