সাজ্জাদুল ইসলাম: [২] বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রধান ডক্টর টেডরো আধানন গেব্রেসাস একথা বলেছেন। উত্তর গাজার নিরাপদ এলাকা ঘোষিত আল-মাওয়াসি শরণার্থী শিবিরে শনিবার ইসরায়েলের বাহিনী নৃশংস হামলা ও গণহত্যা চালায়। এতে অন্তত ৯০ জন ফিলিস্তিনি নিহত ও তিন শতাধিক আহত হয়েছেন। সূত্র : আল-জাজিরা
[৩] ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সেখানে হামলার সময় গাজার সিনিয়র হামাস কমান্ডার মুহাম্মাদ দায়িফ নিহত হয়েছেন কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। তিনি দাবি করেন, দায়িফকে হত্যার উদ্দেশ্যেই আল-মাওয়াসিতে তাদের জঙ্গী বিমানগুলো সেখানে বিধ্বংসি মার্কিন বোমা দিয়ে সেখানে হামলা চালিয়েছিল।
[৪] হামাস, জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ওই হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলের গাজা সিটির আল-শাতি শরণার্থী শিবিরের মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে অন্তত ২০ জন মুসল্লি নিহত হন।
[৫] গাজায় ৩৮২ দিন ধরে ইসরায়েলি গণহত্যা ও তান্ডব চলছে। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে ৩৮,৪৪৩জন ফিলিস্তিনি নিহত এবং ৮৮,৪৮১ জন আহত হয়েছেন।
এসবি২
আপনার মতামত লিখুন :