ইকবাল খান: [২] লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতাকারী বিরোধী ইন্ডিয়া জোট এই ১৩ আসনের মধ্যে ১০টি পাচ্ছে। বিজেপি দু’টি।
[৩] এনডিটিভি জানায়, বুধবার পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, মধ্য প্রদেশ, বিহার ও তামিলনাড়ু রাজ্যের ১৩ বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
[৪] পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল।
[৫] আনন্দবাজার জানায়, কংগ্রেস হিমাচলের দু’টি আসনে জিতেছে। উত্তরাখণ্ডের দু’টি আসনেও তারা এগিয়ে।
[৬] পাঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় এক হাজারেরও কম ভোটে কংগ্রেসের চেয়ে এগিয়ে বিজেপি।
[৭] হিমাচলের হামিরপুর বিধানসভা আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী আশিস শর্মা।
[৮] পাঞ্জাবের জালন্ধর পশ্চিমে বিজেপির শীতল অঙ্গুরল রিঙ্কুকে হারিয়ে জয়ী হলেন আম আদমি পার্টির প্রার্থী মহিন্দর ভগত।
[৯] বিহারের রুপৌলি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এগিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউর প্রার্থী।
[১০] হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর।
এসবি২
আপনার মতামত লিখুন :