শিরোনাম
◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন  ◈ জ্বালানির চাহিদা মেটাতে নতুন বিনিয়োগ খুঁচছে সরকার  ◈ ঢাকায় ফিরলেন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীরা ◈ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল নারীবিষয়ক সংস্কার কমিশন ◈ ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী ◈ হামজা চৌধুরী‌কে দেখে সামিত শোম বললেন, আমি বাংলা‌দে‌শের হ‌য়ে খেল‌তে আগ্রহী, পাসপোর্ট করছি ◈ রোববার প্রথম টে‌স্টে বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে মু‌খোমু‌খি, না‌হিদ রানা‌কে ভয় পা‌চ্ছে সফরকারীরা  ◈ ইংল্যান্ড প্রিমিয়ার লি‌গে খেল‌বেন সাব্বির রহমান, রওনা হ‌বেন ২ মে ◈ ভারতের সঙ্গে ‘যুদ্ধ যুদ্ধ খেলায়’ ডুবছে তাদেরই অর্থনীতি! ঢাকাকে বার্তা দিল নয়াদিল্লি: আনন্দবাজারের প্রতিবেদন ◈ ট্রাম্প-শি জিনপিং-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৩:১৬ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসলাম সম্মত না হওয়ায় পাকিস্তানে বন্ধ হল মায়ের দুধের ব্যাংক

সাজ্জাদুল ইসলাম: [২] পাকিস্তানের করাচির একটি হাসপাতালে খোলা হয়েছিল মায়ের  দুধের একটি ব্যাংক। অপূর্ণ শিশুদের এই ব্যাংক থেকে দুধ সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। চলতি বছরের জুনে দুধ ব্যাংকটি কার্যক্রম শুরু করে। কিন্তু এটি আবার বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ আলেমগণ বলেছেন, এটি করা  ‘ইসলাম সম্মত নয়’। সূত্র: এএফপি

[৩] ধর্মীয় ব্যক্তিত্বরা অবশ্য গত বছরের ডিসেম্বরে এটি চালুর ব্যাপারে সম্মতি দিয়েছিলেন। তবে দুধ ব্যাংকটির কার্যক্রম শুরুর পর তারা নিজেদের অবস্থান থেকে সরে আসেন। এরপরই এটি বন্ধ হয়ে যায়। 

[৪] চিকিৎসকরা অবশ্য এটি আবারও চালুর জন্য চেষ্টা চালাচ্ছেন। তাদের দাবি একটি অপূর্ণ শিশুকে বাঁচানোর জন্য যেসব উপায় রয়েছে তার মধ্যে সবচেয়ে কার্যকরী হলো মায়ের দুধ খাওয়ানো। জামাল রেজা নামের এক চিকিৎসক বলেছেন, ‘সাধারণ মানুষের ধারণা নেই এটি কী। এই দুধ শুধুমাত্র অপূর্ণ শিশুদের দেওয়া হবে।’

[৫] ২০২৩ সালের ডিসেম্বরে জামিয়া দারুল উলুম দুধ ব্যাংকটি খোলার সম্মতি দিয়ে ফতোয়া দেয়। এরপর সরকারের জাতীয় ইসলামী আদর্শ পরিষদ এই ফতোয়া নিয়ে প্রশ্ন তোলে। তারা জানায়, এরমাধ্যমে আত্মীয়তা নিয়ে ইসলামে যে বিধান রয়েছে সেটি ভঙ্গ হওয়ার ঝুঁকি থেকে যায়। 

[৬] ইসলাম বিধানে একই নারীর দুধ পান করা নারী ও পুরুষের মধ্যে বিয়ে হারাম। দুধ ব্যাংক থেকে দুধ পান করালে ভবিষ্যতে এসব শিশুদের মধ্যে যদি কারও একে অপরের সঙ্গে বিয়ে হয় তাহলে সেটি অবৈধ হবে।

[৭] পাকিস্তানের এক ধর্মীয় ব্যক্তি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘যে শিশুকে দুধ ব্যাংক থেকে দুধ পান করানো হবে তার পরিবারকে অবশ্যই জানাতে হবে যে সে কার দুধ পান করছে। যেন ভবিষ্যতে বিয়ের সময় কোনো ধরনের সমস্যা না হয়।’ সম্পাদনা: রাশিদ 

এসআই/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়