শিরোনাম
◈ ভারতে যদি গদি সাংবাদিক হয়, বাংলাদেশে তেলবাজি সাংবাদিক: মতিউর রহমান চৌধুরী (ভিডিও) ◈ আওয়ামী লীগের ‘সাধারণ’ নেতাকর্মীকে ক্ষমার পক্ষে নুর (ভিডিও) ◈ ‘আমরা এসব মিথ্যা খবর ও আপনাকে কমেডি মনে করি’ (ভিডিও) ◈ ফের অস্থির ডলার বাজার, দাম বে‌ড়ে ১২৯ টাকা ◈  প্রাথমিকে এক লাখ শিক্ষক নিয়োগের উদ্যোগ ◈ বাংলাদেশের ওপর ফুঁসলেন মিঠুন, দিলেন কড়া হুঁশিয়ারি (ভিডিও) ◈ কতো টাকার মালিক দুদক চেয়ারম্যান, জানালেন নিজেই (ভিডিও) ◈ তেলের ট্রাকে বিস্ফোরণ, ৪শ ব্যারেল তেলসহ পুড়ল ৮ দোকান ◈ রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ১৫ নেতা বহিষ্কার ◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ১২:১৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুর লেলিয়ে প্রতিবন্ধী ফিলিস্তিনি যুবককে হত্যা করল ইসরায়েলি সেনারা

মুহাম্মদ

সাজ্জাদুল ইসলাম: [২] গাজা উপত্যকার শুজাইয়াতে ইসরায়েলি বর্বরতার এই ঘটনা ঘটে। প্রতিবন্ধী ওই যুবক কথা বলা থেকে শুরু করে কিছুই করতে পারত না। ২৪ বছর বয়সী ওই যুবকের নাম মুহাম্মদ। সে তার পরিবারের সদস্যদের সঙ্গে থাকত। যুবকটি ডাউন সিনড্রোমে আক্রান্ত ছিল। সূত্র : মিডেল ইস্ট আই 

[৩] মুহাম্মদের মা নাবিলা আহমদ(৭১) সংবাদমাধ্যমটিকে বলেছেন, গত ২৭ জুন থেকে শুজাইয়াতে দখলদার ইসরায়েলের সেনারা ব্যাপক হামলা চালায়। ওইদিন থেকে নিজেদের বাড়িতে লুকিয়ে ছিলেন তারা। কিন্তু একদিন তাদের বাড়িতে এসে উপস্থিত হয় ইসরায়েলি সেনারা। এসেই প্রথমে একটি কুকুরকে বাড়ির ভেতর ছেড়ে দেয়। ওই কুকুরটি এসে অবুঝ মুহাম্মদকে কামড়ে ধরে ছিন্নভিন্ন করে দেয়।

[৪] প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও মুহাম্মদকে ছেড়ে দেওয়া হয়নি। এর বদলে বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তাকে আলাদা একটি রুমে নিয়ে যাওয়া হয়। ওই সময় সেই রুম থেকে প্রচণ্ড চিৎকার করছিল মুহাম্মদ। চিৎকার শোনা ছাড়া আর কিছুই দেখতে পারেননি তার মা।

[৫] দখলদার ইসরায়েলিরা শুজাইয়া থেকে চলে যাওয়ার পর গত বুধবার মুহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়িতে পড়ে আছে তার গলিত মরদেহ। এছাড়া তারা প্রত্যক্ষ করেন মুহাম্মদের মুখমণ্ডল খাচ্ছিল পোকামাকড়।

[৬]  মুহাম্মদের মা বলেন, ‘আমি ওর  চিৎকার এবং কুকুর থেকে ছাড়া পাওয়ার চেষ্টার যে চিত্র আমি দেখেছি তা ভুলতে পারছি না।’ মুহাম্মদ এতটাই অবুঝ ছিল যে তাকে খাইয়ে দিতে হতো। এমনকি তার ডায়াপার তার মাকে পরিবর্তন করে দিতে হতো। সম্পাদনা: রাশিদ 

এসআই/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়