শিরোনাম

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৪, ০৯:৪৩ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিই প্রেসিডেন্ট প্রার্থী বললেন বাইডেন, সমর্থকরা বললেন ‘হাল ছেড়ো না’

সাজ্জাদুল ইসলাম : [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের অনুষ্ঠিত এক নির্বাচনী প্রচারসভায় এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেছেন, ‘আমিই (ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট) প্রার্থী। এ সময় উপস্থিত সমর্থকদের ‘হাল ছেড়ো না’ বলে তাকে সমর্থন দিতে দেখা যায়। সূত্র : রয়টার্স

[৩] বাইডেন বলেন, ‘রাজনীতির ক্ষেত্রে বিনোদন বা রিয়্যালিটি টিভি শো-র মতো আচরণ বন্ধ করার এটাই উপযুক্ত সময়।’ গত ২৭ জুন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্ক-বিপর্যয়ের পর থেকে নিজ দল ও দাতাদের থেকে বাইডেনের সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। 

[৪] এ পর্যন্ত নিজ দল ডেমোক্রেটিক পার্টির অন্তত ১৯ জন আইনপ্রণেতা বাইডেনকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। কিন্তু চাপ সত্ত্বেও আগামী নভেম্বরে দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করতে বদ্ধপরিকর বাইডেন। এ জন্য তিনি নানা চেষ্টাও চালিয়ে যাচ্ছেন।

[৫] সিএনএন জানায়, শুক্রবার ডেট্রয়েটে প্রচারসভায় অংশ নেওয়ার আগে তিনি নিজ দলের বেশ কিছু শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছেন।

[৬] আগের দিন বৃহস্পতিবার বাইডেন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিসের সঙ্গের বৈঠক করেন। বৈঠক শেষে এক চিঠিতে তিনি বাইডেনকে সমর্থন দিয়েছেন বলে রয়টার্স জানায়। তবে সিএনএন জানায়, হাকিম  সরাসরি বাইডেনকে সমর্থন দেননি।

[৭] এদিন সকালের দিকে নিজ দলের প্রতিনিধি পরিষদের প্রভাবশালী সদস্য জেমস ক্লাইবার্ন ও ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমও বাইডেন সমর্থন দিয়েছেন।ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সভাপতি শন ফেইনও বাইডেন সমর্থন দিয়েছেন। ইতিপূর্বে তিনি বাইডেনের বিজয়ের বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন।

[৮] গত বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন শেষ এক ঘণ্টার একটি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলেন বাইডেন। সেখানে তিনি ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জায়গায় পুতিনের নাম বলে আরও চাপে পড়েন। সম্পাদন: রাশিদ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়