শিরোনাম
◈ দু-এক দিনের মধ্যে আরও নয়জনকে সচিবপদে পদায়ন : মোখলেস উর রহমান ◈ এবার বাধ্যতামূলক অবসরে পুলিশের ৪ ডিআইজি ◈ শূন্য থাকা ৯ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ শিগগিরই ◈ ছয় মাসে যে নতুন ১৬ রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ◈ নেতা নয়, নীতি নির্ভর হয়ে দেশগঠনে কাজ করবে নতুন দল: হাসনাত আব্দুল্লাহ ◈ প্রকাশ্যে যুবদল নেতার চাঁদাবাজি করার ঘোষণার পর গ্রেফতার ৪ (ভিডিও) ◈ ২৯ মিলিয়ন ডলার নেওয়া বাংলাদেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি সম্পর্কে যা জানাগেল ◈ ধর্মীয় উসকানিতে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ◈ স্টারলিংক বন্ধের গুঞ্জন নিয়ে যা বললেন ইলন মাস্ক! ◈ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৪, ০৬:৩১ বিকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একত্রবাসের সঙ্গীকে স্বামীর মতো শাস্তি নয়, পর্যবেক্ষণ কেরালা হাই কোর্টের

ইমরুল শাহেদ: [২] একজন নারী অভিযোগ করেছিলেন, ২০২৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছিলেন তার সঙ্গী। সে সময়ে তারা একত্রবাস (লিভিং টুগেদার) করতেন। সূত্র: আনন্দবাজার

[৩] কোনও নারীর সঙ্গে আইনি বিয়ে না হলে তার একত্রবাসের সঙ্গীকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষী সাব্যস্ত করা যাবে না। এই মামলার প্রেক্ষিতে এমনই পর্যবেক্ষণ কেরালা হাই কোর্টের। অভিযোগকারী নারীর মামলা খারিজ করে দিয়েছেন বিচারপতি।

[৪] আদালত পর্যবেক্ষণে বলেন, ‘কোনও নারী তার স্বামী বা স্বামীর পরিবারের দ্বারা নির্যাতিত হলে তবেই অভিযুক্তকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষী সাব্যস্ত করা যাবে। স্বামী মানে বিবাহিত এক পুরুষ। বিবাহে নারীর সঙ্গী। অর্থাৎ বিবাহের মাধ্যমেই নারীর সঙ্গী তার স্বামী হতে পারেন। বিবাহ মানে যা আইনের চোখে বিবাহ। আইনি বিবাহ ছাড়া কোনও পুরুষ কোনও নারীর সঙ্গী হলে তাকে ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় ‘স্বামী’ বলা যাবে না।’

[৫] মহিলা অভিযোগ করেছিলেন, ২০২৩ সালের মার্চ থেকে আগস্ট পর্যন্ত তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছিলেন তার সঙ্গী। সে সময়ে তারা একত্রবাস করতেন। 

[৬] এর পরেই কেরালা হাই কোর্টের পর্যবেক্ষণ, ভারতীয় ন্যায় সংহিতার ৪৯৮এ ধারায় দোষ প্রমাণ করতে চাইলে, সেই দোষ অবশ্যই নারীর স্বামী বা তার পরিবারকে করতে হবে। যার সঙ্গে নারীর আইনি বিবাহ হয়নি, সেই সঙ্গীর বিরুদ্ধে এই ধারায় মামলা করা যাবে না। সম্পাদনা: এম খান

আইএস/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়