ইকবাল খান: [২] ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত রোমান বাবুশকিন বুধবার বলেন, ‘একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই, ভারতীয়রা রুশ সেনায় যোগ দিক, তা আমরা কখনওই চাইনি। এই বিষয়ে কোনও ঘোষণার কথাও শুনবেন না আপনারা। বিষয়টাই অর্থনৈতিক। অর্থ উপার্জনের জন্য তাঁরা সেনায় যোগ দিয়েছিলেন।’
[৩] আনন্দবাজার জানায়, রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের অবিলম্বে অব্যাহতি দেওয়া নিয়ে সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদির কথা হয়। জানা যায়, মোদির দাবি মেনেছেন রুশ প্রেসিডেন্ট।
[৪] কাজের খোঁজে রাশিয়ায় গিয়ে সে দেশের সেনায় যোগ দিতে ভারতীয়রা বাধ্য হয়েছেন বলেই এর আগে শোনা গিয়েছিল।
আইকে/এনএইচ
আপনার মতামত লিখুন :