সাজ্জাদুল ইসলাম: [২] গত বুধবার ৩২ জাতি ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে একথা ঘোষণা করা হয়। ন্যাটোর প্রধান বলেছেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমর্থন ও সদস্যপদ ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র : এপি
[৩] এদিন সম্মেলনে যোগদানাকারী ন্যাটো সদস্য দেশগুলো আলাদা আলাদাভাবে এবং যৌথভাবে বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেছে।
[৪] এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড ও ডেনমার্ক প্রথমবারের মতো ন্যাটোর পক্ষ থেকে ইউক্রেনকে চলতি গ্রীষ্মে ইউক্রেনের সামরিক পাইলটদের কাছে এফ-১৬ জঙ্গী বিমান হস্তান্তর করা হবে।
[৫] ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি এক টুইটে তার দেশের বিমান বাহিনীকে শক্তিশালী করার এই উদ্যোগের প্রশংসা করেছেন। যুদ্ধে সবচেয়ে ভয়াবহ বিমান হামলার শিকার হওয়ার পর দ্রুত এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা হল।
[৬] ন্যাটো গত বুধবার ইউক্রেনকে দীর্ঘ মেয়াদের নিরাপত্তা সহয়াতার কথা ঘোষণা করে এবং ইউক্রেনে আরও নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহ নিশ্চিত করতে একটি নতুন ন্যাটো সেন্টার প্রতিষ্ঠা ও সদস্যদের পক্ষ থেকে আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা। তবে ইউক্রেন বলছে, তারা হামলাকারী বাহিনীকে পরাজিত করতে চায়, এ জন্য দরকার অস্ত্রের ঘাটতি তাদের এখনও পূরণ হয়নি। সম্পাদনা: রাশিদ
এসআই/আর/আইএফ
আপনার মতামত লিখুন :