ইকবাল খান: [২] দু’দিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
[৩] সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নৈশভোজে পুতিনকে ওই অনুরোধ করেন মোদী। তাতে সম্মতি দেন পুতিন। সেই সঙ্গে তিনি নরেন্দ্র মোদিকে তৃতীয় বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় শুভেচ্ছাও জানিয়েছেন।
[৪] আনন্দবাজার আরও জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। রাশিয়ার ওই যুদ্ধে জড়িয়ে পড়েছেন অনেক ভারতীয় নাগরিকও।
[৫] এই যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে গিয়ে দু’জন ভারতীয়ের মৃত্যু হয়েছে।
[৬] সূত্রের খবর, এই বিষয়টি নিয়ে মস্কোয় নৈশভোজের সময়ে পুতিনের সঙ্গে আলোচনা করেছেন মোদী। এর পরেই পুতিন সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছেড়ে দিতে রাজি হয়ে যান।
[৭] রাশিয়ার সেনাবাহিনীতে এখনও অনেক ভারতীয় রয়েছেন। তাঁদের সকলকেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পুতিন। এমনকি, মোদিকে তিনি জানিয়েছেন, ওই ভারতীয় নাগরিকদের দেশে ফেরার বন্দোবস্ত করবে তার সরকার।
এইকে/আইএফ
আপনার মতামত লিখুন :