সাজ্জাদুল ইসলাম: [২] শহরটি নাইজেরিয়ার উত্তরে অবস্থিত। শহরটি বিবাহবিচ্ছেদের শহর হিসেবে মানুষের কাছে বেশি পরিচিত। কারণ, এখানে কারও বিয়ে বেশি দিন টেকে না। অনেকেই বহুবিবাহ করেন। সূত্র: বিবিসি
[৩] সেই শহরে এমন একটি জুটিও আছে যারা একসঙ্গে ৫০ বছর পার করে সবার নজর কেড়েছেন। জানিয়েছে, সম্প্রতি এ দম্পতি তাদের ৫০তম বিবাহবার্ষিকী পালন করেন। এর মধ্যদিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা হয়ে গেছেন।
[৪] মাহমুদ কবির ইউসুফ ও রাবিয়াতু তাহির তাদের সুখী দাম্পত্য জীবনের গোপন রহস্য নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন। তাদের সেই ভিডিও বিবিসি প্রচার করার পর তা নিয়ে অনেকেই ইতিবাচক মন্তব্য করেছেন।
[৫] নিজের স্ত্রীর প্রশংসা করে ৭৬ বছর বয়সী ইউসুফ বলেন, ‘তিনি খুবই নিঃস্বার্থ ব্যক্তি। আমাদের এই সুখী দাম্পত্য জীবনের পেছনে তার অবদান অনেক।’স্বামী ইউসুফের কথায় রাবিয়াতু তাহিরের মুখে হাসি ফোটে। এই দম্পতির ১৩ সন্তান।
[৬] রাবিয়াতুও স্বামী ইউসুফের প্রশংসা করে বলেন, সংসারজীবনের কঠিন সময়েও তার স্বামী ধৈর্য রেখেছেন ও শান্ত থেকেছেন। তিনি বলেন, ‘আমি খুব ধৈর্যশীল ব্যক্তি। আমি মনে করি, এটাই আমাদের সাফল্যের মূলমন্ত্র।’
[৭] এক গবেষণায় দেখা গেছে, শহরটিতে ৩২ শতাংশ বিয়ে তিন থেকে ছয় মাস টেকে। সেখানে ২০ থেকে ২৫ বছর বয়সী ব্যক্তিদের কেউ কেউ ইতিমধ্যে তৃতীয়বার বিয়ে সেরে ফেলেছেন।
[৮] এ শহরের হাসানা মাহমুদ ৩৯ বছর বয়সী এই ডিভোর্সি। তার পাঁচবার বিয়ে হয়েছিল। তিনি বলেন, এই দম্পতির সুখী জীবন দেখে তিনি খুশি। হাসানা বলেন, যখন কেউ কানোকে বিবাহবিচ্ছেদের নগরী বলে তখন খুব খারাপ লাগে। আমি আশা করি, সবকিছু পরিবর্তন হবে।’
আপনার মতামত লিখুন :