শিরোনাম
◈ নির্বাচনের মাঠে কোন দল কী অবস্থানে ◈ শাপলা চত্বর ও গণজাগরণ মঞ্চ নিয়ে প্রেস সচিব শফিকুল আলমের স্ট্যাটাস ◈ তৃতীয় ধাপে প্রাথমিকে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা ◈ সংশোধিত এডিপি অনুমোদন, ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা ◈ বাংলাদেশে প্রতিশোধমূলক সহিংসতা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জাতিসংঘের প্রতিবেদন: ফলকার টুর্ক ◈ রমজানের শুভেচ্ছা বার্তায় যা বললেন ট্রাম্প ◈ সাংবাদিক জিল্লুর রহমানের অভিযোগের জবাব দিলেন হাসনাত আব্দুল্লাহ ◈ নুরুল হক নুরের নতুন দলে যোগ দেওয়া প্রসঙ্গ, যা বলল গণ অধিকার পরিষদ ◈ কমেছে বৈদেশিক বিনিয়োগ, অভ্যন্তরীণ সমস্যাকেই দায়ী করছেন ব্যবসায়ীরা ◈ মজুদকৃত প্রায় ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৪, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশ্মিরে সংঘর্ষে ২ সেনা ও ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত

সাজ্জাদুল ইসলাম: [২] ভারত শাসিত জম্মু ও কাশ্মিরের কুলগামে গত শনিবার দুটি পৃথক হামলার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় সেনাদের গুলিতে চারজন বিচ্ছিন্নতাবাদী  নিহত হয়েছেন। আরও চারজন লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

[৩] জম্মু ও কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরু্েদ্ধ অভিযান শুরু করার পর সেনাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কুলগামের দুটি আলাদা বিভাগে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছেন।

[৪] নিহত সেনাদের মধ্যে একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে। সেখানে তাদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয়। অন্যদিকে সেনাদের অভিযানে সেখানকার একটি বাড়িতে দুই বিচ্ছিন্নতাবাদী যোদ্ধা আটকা পড়েন। ওই এলাকায় যাওয়ার পর হঠাৎ করেই বড় হামলার মুখে পড়ে যায় সেনারা।

[৫] আরেক সেনা নিহত হন কুলগামের ফ্রিসালে। সেখানে তোলা একটি ড্রোন ভিডিওতে দেখা গেছে একজনের মরদেহ পড়ে আছে। সেটি কোন বিচ্ছিন্নতাবাদী যোদ্ধার বলে মনে করা হচ্ছে। ওই এলাকায় এক সেনা নিহত হওয়ার পাশাপাশি আরেক সেনা আহত হন।

[৬] প্রচণ্ড গোলাগুলির কারণে নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়