শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৪, ১১:৩১ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজায় যুদ্ধবিরতি নিয়ে এখনও ‘অনেক ব্যবধান’ রয়েছে: ইসরায়েল

সাজ্জাদুল ইসলাম: [২] গাজায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাসের দেওয়া নতুন প্রস্তাব নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার ইসরায়েলের সিদ্ধান্তে সমঝোতার সম্ভাবনা বেড়েছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। সূত্র : রয়টার্স

[৩] টাইমস অব ইসরায়েল জানায়, মোসাদের পরিচালক ডেভিড বার্নেয়া দোহায় যান এবং কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আব্দুর রহমান আল-থানির সঙ্গে আলোচনা করেছেন। তিনি সেখান থেকে শুক্রবার ইসরায়েলে ফিরে যান। 

[৪] ডেভিড বার্নেয়ার দেশে ফেরার পর নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায়, যুদ্ধবিরতি প্রশ্নে দুই পক্ষের মধ্যে এখনও অনেক ব্যবধান রয়ে গেছে। তবে আগামী সপ্তাহে তারা পরবর্তী আলোচনায় অংশ নেবেন তাদের আলোচকরা।

[৫]  যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান আলোচনায় অংশ নেবেন। গত বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনায় ইসরায়েল প্রতিনিধিদল পাঠানোর ইসরায়েলি সিদ্ধান্তকে স্বাগত জানান বাইডেন।

[৬] ইসরায়েলের প্রতিনিধিদলের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, যুদ্ধবিরতির শর্ত নিয়ে হামাসের দেওয়া একটি সংশোধিত প্রস্তাব গত বুধবার হাতে পেয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতি সমঝোতার একটি প্রকৃত সুযোগ তৈরি হয়েছে।

[৭] যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েল মেনে নিলে হামাসের দেওয়া নতুন প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।যুদ্ধবিরতি আলোচনা নিয়ে হামাসের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের হিজবুল্লাহর প্রধান হাসান নসরুল্লাহ। প্রতিনিধিদলের নেতুত্ব দেন হামাস নেতা খলিল আল-হাইয়া। 

[৮] এদিকে, যুদ্ধবিরতি আলোচনা সত্ত্বেও গাজা ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড লড়াই অব্যাহত রেখেছেন।

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়