শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৬:৫৯ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৩ সালে জাপানে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে নিখোঁজ হয়েছিলেন ১৯ হাজার মানুষ 

খুররম জামান: [২] জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, গতবছর ১৯,০৩৯ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে - যা ১০ বছর আগের তুলনায় প্রায় দ্বিগুণ। এদের মধ্যে ৫৫৩ জনেরও বেশি মৃত পাওয়া গেছে। সূত্র: জাপান টাইমস। 

[৩] পুরুষদের সংখ্যা মহিলাদের ছাড়িয়ে গেছে, একটি প্রবণতা যা গত পাঁচ বছর ধরে অব্যাহত রয়েছে, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ১০,৫৯৭ (প্রায় ৫৬%) পুরুষ ছিল, যেখানে নিখোঁজ মহিলার সংখ্যা ছিল ৮,৪৪২।

[৪] তাদের মধ্যে অর্ধেকেরও বেশি বয়স ৮০ এর বেশি, ৩৬ শতাংশের বয়স ৭০এর মধ্যে, দুজনের বয়স ত্রিশের কোঠায়।

[৫] সবচেয়ে বেশি সংখ্যক নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছিল হায়োগোতে যেখানে ২,০৯৪ জন, এরপরে ওসাকা (২,০১৬) এবং সাইতামা (১,৯১২)।

[৬] দেশব্যাপী পৌরসভাগুলো ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের অবস্থানের উপর নজর রাখার জন্য বিভিন্ন উপায় তৈরি করছে। উদাহরণস্বরূপ, টোকিওর ওটা এবং ইতাবাশি ওয়ার্ডগুলোতে একটি আইডি নম্বর ব্যবহার করে একটি সিস্টেম প্রয়োগ করেছে যা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা এবং জরুরি পরিচিতির সঙ্গে লিঙ্ক করে।

[৭] কিছু স্থানীয় সরকারও ডিমেনশিয়া আক্রান্ত বাসিন্দাদের জিপিএস ডিভাইস সরবরাহ করেছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই ধরনের জিপিএস ডিভাইসের মাধ্যমে ৭১ জনকে পাওয়া গেছে।

[৮] প্রচণ্ড যান্ত্রিক ও ব্যস্ত নগর সমাজে, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের সমর্থন করা জাপানে একটি মূল নীতির ফোকাস হয়ে উঠেছে। জানুয়ারিতে কার্যকর হওয়া একটি নতুন ডিমেনশিয়া আইন কেন্দ্রীয় এবং স্থানীয় সরকারের প্রয়োজনীয়তার রূপরেখা তুলে ধরেছে, উদাহরণস্বরূপ, চিকিৎসা ও কল্যাণ পরিষেবা প্রদান করা যাতে এই অবস্থায় আক্রান্ত ব্যক্তিরা আরামে জীবনযাপন করতে পারে।

[৯] জাপানের স্বাস্থ্য মন্ত্রকের মতে, ২০২২ সালে ৬৫ বছর বা তার বেশি বয়সী ৪.৪ মিলিয়ন লোকের ডিমেনশিয়া হয়েছিল। এই সংখ্যা ২০৪০ সালের মধ্যে ৫.৮৪ মিলিয়নে উন্নীত হবে বলে অনুমান করা হচ্ছে।

[১০] ২০২৩ সালে জাপানে ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে ১৯ হাজার নিখোঁজ হয়েছিলেন। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ
  • জনপ্রিয়