শিরোনাম
◈ শিক্ষার্থীদের নতুন দল গঠনের ঘোষণা, রাজনীতিতে নানা আলোচনা ◈ ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হুমকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় খুনের ঘটনা ঘটাচ্ছে: আখতার হোসেন (ভিডিও) ◈ ভারতের সাম্ভালে মুসলিম সংসদ সদস্যকে বিদ্যুৎ চুরির জন্যে ২ কোটি টাকা জরিমানা ◈ কেউ যেন জাতির মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: মির্জা ফখরুল (ভিডিও) ◈ অন্তর্বর্তী সরকারের প্রতি অসন্তোষ, ২০২৫ সালেই নির্বাচন চায় বিএনপি নেতারা ◈ পুলিশ ও জনগণ একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করবে: সিটিটিসি প্রধান  ◈ বড়দিন উপলক্ষে নৌভ্রমণ, কঙ্গো প্রজাতন্ত্রে ৩৮ জনের প্রাণহানি ◈ বিএনপি অফিসে আ.লীগের হামলা, আহত ১০ ◈ ২৫ ক্যাডারের নতুন সংগঠন ◈ চলতি মাসের ২১ দিনে এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৪, ০৫:২১ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজা চার্লস

ইকবাল খান: [২] ব্রিটেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির পর দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক শুক্রবার সকালে বাকিংহাম রাজপ্রাসাদে গিয়ে রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র পেশ করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি। সূত্র: বিবিসি 

[৩] বাকিংহাম রাজপ্রাসাদের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ঋষি সুনাক শুক্রবার সকালে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন, যা প্রথম লর্ড গ্রহণ করছেন।’

[৪] এর আগে তিনি ১০ ডাউনিং স্ট্রিটের বাইরে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখেন। 

[৫] সুনাক বলেছেন, ‘আমি টোরি (কনজারভেটিভ) নেতার পদ থেকে পদত্যাগ করব। তবে এখনই নয়। যখন দলের উত্তরসূরি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে তখন।’

[৬] ঋষি সুনাক রাজা চার্লসের কাছে পদত্যাগপত্র পেশ করার পর কিয়ের স্টারমারকে রাজা প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। তারপরই তিনি এই বাসভবনে প্রবেশ করবেন।

[৭] পরাজয় স্বীকার করে নেয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটের সামনে দাঁড়িয়ে দেয়া বক্তব্যে ঋষি সুনাক দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন। বলেন, এই পরাজয়ের দায়দায়িত্ব আমার। 

[৮] এ সময় তিনি কনজারভেটিভ দলের ১৪ বছরের শাসনের সময়ের অর্জনগুলো তুলে ধরেন। বলেন, ২০১০ সালের তুলনায় এ সময়ে ব্রিটেন অধিক সমৃদ্ধ, সুষ্ঠু এবং স্থিতিস্থাপক ছিল। 

[৯] এ সময় তিনি স্যার কিয়ের স্টারমারের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। বলেন, তিনি একজন বিনয়ী, জনগণকে উৎসাহিত করে তোলা মানুষ। 

[১০] ২০২৪ সালের মে মাসে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের আগাম নির্বাচনের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

[১১] নির্বাচনের মোট ৬৪৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে দেখা গেছে ৪১২ আসনে জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে সরকার গঠনে প্রয়োজন ছিল ৩২৬ আসন। 

[১২] নির্বাচনে কনজারভেটিভ পার্টি পেয়েছে মাত্র ১২১টি আসন। 

[১৩] ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে  লিবারেল ডেমোক্রেটসরা। এর বাইরে স্কটিশ ন্যাশনাল পার্টি নয়টি এবং এসএফ সাতটি আসনে জয়লাভ করেছে। আর অন্যান্যরা পেয়ছেন ২৮টি আসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়