শিরোনাম
◈ ৩০০ কোটি রুপির অফার ফিরিয়ে দিলেন বিরাট কোহলি ◈ ইংরেজিতে অদক্ষতা নিয়ে কটাক্ষ, কড়া জবাব রিজওয়ানের! ◈ সিঙ্গাপুর থে‌কে দেশে ফিরেই মিরপুর স্টে‌ডিয়া‌মে তামিম ইকবাল ◈ মার্চ ফর গাজা: ফিলিস্তিনের পতাকায় ছেয়ে গেছে পুরো ঢাকা (ভিডিও) ◈ বিপ্লব থেকে সংস্কার: নতুন বাংলাদেশে বিএনপির চরম যুদ্ধ ◈ আমাদের হৃদয়ে বাস করছে একেকটা গাজা, আমাদের হৃদয়ে বাস করছে একেকটা আল-কুদস: আজহারী ◈ ‌লিভারপুল তারকা সালাহ সৌদি আর‌বের ৫০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দি‌লেন  ◈ শুধু বাণিজ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করলে ভুল হব: ড. দেবপ্রিয় ভট্টাচার্য ◈ ভারতের তৈরি পোশাক বাজারে বাংলাদেশের আধিপত্য ক্রমেই সুসংহত হচ্ছে ◈ ‘শতাব্দীসেরা’ জলোচ্ছ্বাসে ভেসে যাবে বাংলাদেশের উপকূল: এমআইটির গবেষণা

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০২:৩০ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের মত পিঁপড়ে অঙ্গ অস্ত্রোপচার করতে পারে

রাশিদুল ইসলাম: [২] জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র মানুষই অঙ্গচ্ছেদ করতে সক্ষম নয়। নতুন এক গবেষণা বলছে, ফ্লোরিডা কার্পেন্টার পিঁপড়াদের ক্ষতের অবস্থানের উপর নির্ভর করে বাসাধারীদের আহত অঙ্গগুলিকে কামড় দিতে দেখা গেছে, তাদের সমকক্ষদের বেঁচে থাকতে সাহায্য করার জন্য তারা এটা করে থাকে। অনেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অস্ত্রোপচারের মত। সিএনএন

[৩] বিজ্ঞানীরা ২শ পিঁপড়া নিয়ে গবেষণা করে দেখতে পান, প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ পিঁপড়া অঙ্গচ্ছেদ গ্রহণ করে এবং একটি পা হারানো সত্ত্বেও নীড়ের মধ্যে তাদের দায়িত্ব পালন করে। 

[৪] কোনো পিঁপড়ে আঘাত পেয়ে তার কোনো পা ভেঙ্গে গেলে অন্য পিঁপড়া এসে অনবরত কামড়াতে কামড়াতে ওই ভেঙ্গে যাওয়া পা ছিড়ে ফেলে। গবেষকরা এটিকে মানুষের অঙ্গ অস্ত্রোপচারের সঙ্গে তুলনা করেছেন। 

[৫] ভেঙ্গে যাওয়া পা নিয়ে নড়াচড়া বা চলাচল করা অসুবিধেজনক হওয়ায় সঙ্গী পিঁপড়ে বরং কামড়ে ওই অঙ্গটি ছিড়ে ফেলে। এরপর দেখা গেছে অঙ্গ হারালেও সে ফের চলাচল করছে এবং আগের মতই কাজ করছে।

[৬] বিজ্ঞানীদের এ গবেষণা ফলাফল জার্নাল কারেন্ট বায়োলজিতে প্রকাশ করা হয়েছে।

[৭] গবেষণায় মাতাবেলে পিঁপড়ার প্রজাতি পাওয়া গেছে, যারা সঙ্গীর কোনো অঙ্গ অপসারণের সময় মুখ দিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল যৌগ নিঃসরণ করে আঘাত পরিষ্কার এবং সম্ভাব্য সংক্রমণ প্রতিরোধ করতে। যৌগগুলি মেটাপ্লুরাল গ্রন্থি তৈরি করে। বেশিরভাগ পিঁপড়ার এই গ্রন্থি থাকে। 

[৮] জার্মানির বাভারিয়া রাজ্যের উর্জবার্গ বিশ্ববিদ্যালয়ের আচরণগত পরিবেশবিদ এরিক ফ্রাঙ্ক বলেন, মেটাপ্লুরাল গ্রন্থি নেই এমন বেশিরভাগ পিঁপড়ার প্রজাতি আর্বোরিয়াল, যার মানে তারা গাছে বাস করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়