শিরোনাম
◈ রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ◈ ‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় হিন্দু সেনার, ভিডিও ◈ নতুন 'নন-নিউক্লিয়ার' হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন, সামরিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত ◈ ডা. জারা ও ডা. কবিরের বিরুদ্ধে আইনি নোটিশ প্রত্যাহার, দুঃখ প্রকাশ নোটিশদাতাদের ◈ ইসরাইলের বিমানঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ◈ শিক্ষার্থীদের আন্দোলনে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যসহ ১১ কর্মকর্তা পদত্যাগ ◈ সৌ‌দি আর‌বের আল নাসর ক্লাব এএফ‌সি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনা‌লে ◈ আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ◈ পহেলগাঁও কাণ্ডে ভারতের সঙ্গে উত্তেজনার আবহে বাংলা‌দে‌শের স‌ঙ্গে সম্পর্ক আ‌রো গভীর কর‌তে বার্তা দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী ◈ পাকিস্তানি বন্ধুকে দাওয়াত দিয়ে যে বিপদে পড়েছেন ভারতীয় অলিম্পিক স্বর্ণজয়ী অ্যাথলেট

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে দ্রুত ঘুম আসবে যে উপায়ে

শরীর ও মনকে কার্যকর রাখতে ভালো ঘুম দরকার। কারও কারও জন্য হয়তো যেকোনো পরিস্থিতিতেই ঘুমিয়ে পড়া খুব একটা মুশকিল কাজ নয়। কিন্তু এমন অনেকেই আছেন, ঘণ্টার পর ঘণ্টা বিছানায় শুয়ে থাকেও ঘুম আসে না। যার ফলে সারাদিন শরীর ম্যাজম্যাজ করে। এছাড়া অপর্যাপ্ত ঘুম ব্যক্তির স্মৃতি, চেতনা, আবেগ, সংবেদনশীলতা ও মস্তিষ্ক ও দেহের বহু প্রক্রিয়াতে ব্যাঘাত ঘটায়। যদি কারো ঘুমের সমস্যা হয়, তবে নিম্নের ৬ কৌশলের যেকোনো একটি ব্যবহার করে দেখতে পারেন।

১. রাতে ভালো ঘুম পেতে ঘুমানোর ঠিক এক ঘণ্টা আগে ফোনের আলো থেকে দূরে থাকতে হবে। ফোনের আলো অনিদ্রার একটি বিশেষ কারণ এর থেকে আগত ব্লু -লাইট ঘুম নষ্ট করে।

২. রোজ রাতে এক গ্লাস দুধ পান করতে পারেন। দুধ শরীরে আরাম দেয় ও তাড়াতাড়ি ঘুম পেতে সহায়তা করে।

৩. ঘুমানোর আগে কফি বা চা জাতীয় পানীয় পান করবেন না। এটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন ঘুম নষ্ট করে।

৪. অনেকেরই রাতে হাঁটতে যাওয়ার অভ্যাস রয়েছে, এই অভ্যাসও ঘুম নষ্ট করার একটি বিশেষ কারণ। রাতে ঘুমানোর আগে হাটতে গেলে শরীরে এনার্জি আসে ও চট করে ঘুম আসতে চায় না। ঘুম না এলে চোখ বন্ধ করে মেডিটেশন করুন। যতক্ষণ না মন স্থির হচ্ছে মেডিটেশন করুন।

৫. দিনে ৭ থেকে ৮ ঘণ্টা ঘুম যথেষ্ট। তাই সকালে ঘুমালে আর রাতে ঘুম আসতে চায় না। তাই দিনের বেলা ঘুমানোর অভ্যাস একেবারেই ত্যাগ করুন।

৬. এমন ঘরে ঘুমান যেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন খেলতে পারে। বদ্ধ ঘরে শুয়ে থাকলে ঘুম আসতে চায় না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়