শিরোনাম
◈ সরকারি ফার্মেসি চালু হচ্ছে সারাদেশে , স্বল্পমূল্যে মিলবে ওষুধ ◈ পড়ালেখা করেও সঠিক শিক্ষা পায়নি দুর্নীতিবাজরা: হাসনাত আবদুল্লাহ ◈ এশিয়ায় ট্রাম্পের শুল্কের ধাক্কায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের ব্যাংক খাত: মুডিস ◈ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলা‌দেশ টেস্ট দল ঘোষণা.  স্কোয়া‌ডে আ‌ছেন সাকিব, নেই তাসকিন আহ‌মেদ ◈ ভাঙচুর-লুটপাটে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা লক্ষণীয়: সালাহ উদ্দিন আহমেদ ◈ এবার দুই থানার নাম পরিবর্তন ◈ ইসরাইলি লক্ষ্যবস্তু ও মার্কিন ডেস্ট্রয়ার কাঁপিয়ে দিলো ইয়েমেন! ◈ ডিআইজি ও এসপিসহ ৬ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি ◈ মরক্কোয় ক্রিশ্চিয়ানো রোনালদোর হোটেলে আগুন ◈ নিউজিল্যান্ডের কো‌চের দা‌য়িত্ব ছাড়লেন গ‌্যা‌রি স্টেড

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন ঘন প্রস্রাব হতে পারে ডায়াবেটিস ছাড়াও কঠিন যে ৫ রোগে 

ডায়াবেটিস রোগীদের মধ্যে বারবার মূত্রত্যাগের প্রবণতা লক্ষ করা যায়। তবে ঘন ঘন প্রস্রাবের বেগ শুধু ডায়াবেটিস নয়, বরং বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। কিডনির সমস্যা থেকে শুরু করে মূত্রাশয়ের সংক্রমণ বা ক্যান্সার, এমনকি মানসিক চাপের কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে।

মূত্রনালির সংক্রমণ: কিডনি, মূত্রনালি, মূত্রাশয় ইত্যাদি মূত্রযন্ত্রের অংশ হিসেবে বিবেচিত।

যখন এই অংশগুলোর যেকোনোটিতে সংক্রমণ ঘটে তখন তাকে মূত্রনালির সংক্রমণ বলা হয়। এর মধ্যে আছে ঘন ঘন প্রস্রাব হওয়া, ব্যথা, জ্বালাপোড়া ও ফেনা হ‌ওয়া।

প্রোস্টেট সংক্রমণ: পুরুষরা যদি বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন, তাহলে শুধু তার ডায়াবেটিস নয় বরং প্রোস্টেট সংক্রমণ বা প্রোস্টেট বড় হওয়ার কারণও হতে পারে। এই গ্রন্থি শুধু পুরুষদের মধ্যে থাকে, যা মূত্রাশয়ের নিচে থাকে ও বীর্য উৎপাদন করে।

মূত্রাশয়ের সমস্যা: মূত্রাশয়ের সমস্যা হলে প্রচণ্ড ব্যথা হয় পেটের নিচের অংশে। একই সঙ্গে চাপ অনুভূত হয়। এতে বারবার প্রস্রাব হতে পারে ও প্রতিবারই ব্যথা হয়।

মূত্রাশয় ক্যান্সার: ঘন ঘন প্রস্রাবের সমস্যা মূত্রাশয় ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। যদিও এটি বিরল, তবে উপেক্ষা করা যায় না। এ রোগে হঠাৎ প্রস্রাবের চাপ ও প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া হয়। আপনার যদি ওভা‌র‌অ্যাকটিভ মূত্রাশয় থাকে, তাহলেও আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এতে প্রস্রাব করার পরও প্রস্রাবের চাপ থাকে।

মানসিক চাপ: জানলে অবাক হবেন, মানসিক চাপ বা উদ্বেগও কিন্তু ঘন ঘন প্রস্রাবের প্রবণতা বাড়ায়।

কারণ, যখনই পেটের পেশি টান টান থাকে, তখনই এর উৎপাদন বেড়ে যায়। আর পেশিগুলো চাপের মধ্যে শক্ত হয়ে যায় কোনো আঘাত বা বিপদ থেকে রক্ষা পেতে। ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাকে ডায়াবেটিস ভেবে ভুল করবেন না। বরং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, যিনি আপনাকে ভালোভাবে পরীক্ষা করে সঠিক প্রতিকার ও ওষুধের পরামর্শ দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়