শিরোনাম
◈ আওয়ামীপন্থী ৭২ আইনজীবী কারাগারে, বিশেষ বিবেচনায় ১১ জনের জামিন ◈ সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান সার্জিস আলমের ◈ আরব আমিরাতের অর্থায়‌নে দে‌শের  ৮ বিভাগে হবে স্পোর্টস হাব ◈ লেস্টার সি‌টির ফুটবলার হামজা চৌধুরীর অ‌ভি‌ষেক হ‌বে জাতীয় স্টেডিয়ামে   ◈ গাজায় স্বাস্থ্যকর্মীদের উপরে হামলা: তদন্তের প্রতিশ্রুতি ইসরায়েলের ◈ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এ নাসার সঙ্গে চুক্তি হবে: আশিক মাহমুদ ◈ অর্থনীতি স্থিতিশীল থাকায় আইএমএফের সন্তোষ প্রকাশ: অর্থ উপদেষ্টা ◈ রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল! ◈ ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ ◈ যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া যেসব পণ্য শুল্ক ছাড় পেতে পারে তার তালিকা করছে এনবিআর

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:৫৭ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘন ঘন প্রস্রাব হতে পারে ডায়াবেটিস ছাড়াও কঠিন যে ৫ রোগে 

ডায়াবেটিস রোগীদের মধ্যে বারবার মূত্রত্যাগের প্রবণতা লক্ষ করা যায়। তবে ঘন ঘন প্রস্রাবের বেগ শুধু ডায়াবেটিস নয়, বরং বিভিন্ন রোগের লক্ষণ হতে পারে। কিডনির সমস্যা থেকে শুরু করে মূত্রাশয়ের সংক্রমণ বা ক্যান্সার, এমনকি মানসিক চাপের কারণেও এমন লক্ষণ দেখা দিতে পারে।

মূত্রনালির সংক্রমণ: কিডনি, মূত্রনালি, মূত্রাশয় ইত্যাদি মূত্রযন্ত্রের অংশ হিসেবে বিবেচিত।

যখন এই অংশগুলোর যেকোনোটিতে সংক্রমণ ঘটে তখন তাকে মূত্রনালির সংক্রমণ বলা হয়। এর মধ্যে আছে ঘন ঘন প্রস্রাব হওয়া, ব্যথা, জ্বালাপোড়া ও ফেনা হ‌ওয়া।

প্রোস্টেট সংক্রমণ: পুরুষরা যদি বারবার প্রস্রাবের তাগিদ অনুভব করেন, তাহলে শুধু তার ডায়াবেটিস নয় বরং প্রোস্টেট সংক্রমণ বা প্রোস্টেট বড় হওয়ার কারণও হতে পারে। এই গ্রন্থি শুধু পুরুষদের মধ্যে থাকে, যা মূত্রাশয়ের নিচে থাকে ও বীর্য উৎপাদন করে।

মূত্রাশয়ের সমস্যা: মূত্রাশয়ের সমস্যা হলে প্রচণ্ড ব্যথা হয় পেটের নিচের অংশে। একই সঙ্গে চাপ অনুভূত হয়। এতে বারবার প্রস্রাব হতে পারে ও প্রতিবারই ব্যথা হয়।

মূত্রাশয় ক্যান্সার: ঘন ঘন প্রস্রাবের সমস্যা মূত্রাশয় ক্যান্সারেরও লক্ষণ হতে পারে। যদিও এটি বিরল, তবে উপেক্ষা করা যায় না। এ রোগে হঠাৎ প্রস্রাবের চাপ ও প্রস্রাবের সঙ্গে প্রচণ্ড জ্বালাপোড়া হয়। আপনার যদি ওভা‌র‌অ্যাকটিভ মূত্রাশয় থাকে, তাহলেও আপনার ঘন ঘন প্রস্রাব হতে পারে। এতে প্রস্রাব করার পরও প্রস্রাবের চাপ থাকে।

মানসিক চাপ: জানলে অবাক হবেন, মানসিক চাপ বা উদ্বেগও কিন্তু ঘন ঘন প্রস্রাবের প্রবণতা বাড়ায়।

কারণ, যখনই পেটের পেশি টান টান থাকে, তখনই এর উৎপাদন বেড়ে যায়। আর পেশিগুলো চাপের মধ্যে শক্ত হয়ে যায় কোনো আঘাত বা বিপদ থেকে রক্ষা পেতে। ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যাকে ডায়াবেটিস ভেবে ভুল করবেন না। বরং যত দ্রুত সম্ভব একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যান, যিনি আপনাকে ভালোভাবে পরীক্ষা করে সঠিক প্রতিকার ও ওষুধের পরামর্শ দেবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়