শিরোনাম
◈ প্রথমবারের মতো অন্তর্ভুক্তিমূলক নববর্ষ উদযাপনের উদ্যোগ ◈ দুদকের অভিযোগের জবাবে যা বললেন টিউলিপ ◈ অনন্ত জলিলের দাবি মিথ্যা: প্রেস সচিব শফিকুল আলম ◈ পুলিশের সিগন্যাল অমান্য করে পালানোর সময় প্রাইভেট কারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ◈ সীমানা প্রাচীর ভেঙে র‍্যাবের মাঠে বাস, ডোপ টেস্টে চালক ◈ ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, বিমানবন্দরে আটক ১৫ বাংলাদেশি ◈ সরকারের হস্তক্ষেপে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটের এয়ার টিকিটের মূল্য ৭৫% কমলো ◈ ব্রিটেনে সদ্য আসা হাজারো বাংলাদেশি অভিবাসন নিয়ে চিন্তায় ◈ ভুয়া নথিতে ভারতীয় পাসপোর্ট: কলকাতায় ৬৯ বাংলাদেশির বিরুদ্ধে লুক আউট নোটিশের আবেদন ◈ ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৯৭০ জন নিহত

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৫:০৯ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইফতারে যে ৩ পানীয় আপনাকে সতেজ রাখবে? রইল ৩ রেসিপি

পবিত্র রমজান মাসে ভোরে সেহরির পর থেকে সন্ধ্যায় মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা পালন করতে হয়। মাগরিবে ইফতারের সময় শরীর ও মন ঠান্ডা করার জন্য রকমারি পানীয় রাখা হয়। পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবার তো রয়েছেই।

স্বাভাবিকভাবেই ইফতারে এমন কিছু খাবার যোগ করা যায়, যা তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে আমাদের শরীরকে। দিনভর না খেয়ে থাকার জন্য ইফতারে স্বাস্থ্য ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এ জন্য ইফতারে তিনটি শরবত রাখতে পারেন, যা আপনাকে শক্তি সরবরাহ করবে। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব শরবত তৈরির রেসিপি জেনে নেয়া যাক।

মহব্বতের শরবত: রোজায় জনপ্রিয় শরবতের মধ্যে অন্যতম মহব্বতের শরবত। এটি তরমুজ ও গোলাপের রস দিয়ে তৈরি করা হয় বলে এর রংও গোলাপি হয়। ঠান্ডা দুধ ও বরফের টুকরো থাকায় ইফতারে এই শরবত পানে শরীরে প্রশান্তি আনে। তরমুজের টুকরো, ঠান্ডা দুধ, বরফ ও গোলাপের রস একত্রে মিশিয়ে তৈরি করা হয় মহব্বতের শরবত।

জল্লাব: রমজানের সময় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী বিশেষ পানীয় এই জল্লাব। এটি তৈরি করা হয় খেজুর, আঙুরের গুড়, গোলাপ জল ও পাইন নাটস একসঙ্গে মিশিয়ে। ইফতারের সময় ডায়েটে রাখতে পারেন পানীয়টি। এটি আপনাকে শুধু হাইড্রেটই করে না, বরং শক্তি ও পুষ্টিও সরবরাহও করে থাকে।

লেবু-পুদিনা কুলার: রোজায় ঘরে বসেই সহজেই সুস্বাদু ও স্বাস্থ্যকর লেবু-পুদিনা কুলার তৈরি করতে পারেন। এ জন্য পাতিলেবুর রস, পুদিনার পাতা, চিনি ও পানি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর মিশ্রণটি ছেঁকে নিন এবং ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর ইফতারের সময় বের করে পান করুন এই পানীয়টি। এটি আপনাকে হাইড্রেট রাখার পাশাপাশি আপনার হজমেও সহায়তা করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়