শিরোনাম
◈ বাণিজ্য যুদ্ধে সাধারণত কেউ জয়ী হয় না: কায়া কাল্লাস ◈ ব্যাংককে ইউনূস- মোদির বৈঠক কাল ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে : প্রধান উপদেষ্টা ◈ ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ শুরু, কঠোর সমালোচনায় বিশ্ব নেতারা ◈ ট্রাম্পের শুল্কারোপ: রেকর্ড উচ্চতা থেকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ অসহযোগ আন্দোলনের ডাক এসএসসি পরীক্ষা পেছানোর দাবিতে, চূড়ান্ত সিদ্ধান্ত জানালো বোর্ড ◈ জুলাই গণহত্যার বিচার বানচালে অর্থ বিনিয়োগের প্রমাণ মিলেছে: তাজুল ইসলাম ◈ বিমসটেক সম্মেলন: নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি ◈ খালেদা জিয়ার মতো ‘কম্পিটেন্ট পলিটিশিয়ান’ এদেশে আসে নাই: ফাহাম আবদুস সালাম ◈ বাংলাদেশি ভেবে বিএসএফের গুলি, ভারতীয় চোরাকারবারির মৃত্যু

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৪, ০৫:৫৯ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে বিপদ ডেকে আনছেন খালি পেটে গরম পানি পান করে

অনেকেই ঘুম থেকে ওঠে খালি পেটে কুসুম গরম পানি পান করেন। এতে ওজন নিয়ন্ত্রণ, ত্বকের সুস্থতা, হজমে সহায়তাসহ অনেক উপকারিতা পাওয়া যায়। যারা কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা, ও গ্যাসের সমস্যায় ভোগেন তাদের জন্য গরম পানি খুব ভালো কাজ করে।

তবে খালি পেটে এই দারুণ উপকারী গরম পানিও কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। তাই সকালে খালি পেটে পানি পানের সময়ও কিছুটা সতর্ক থাকতে হবে, জেনে নিন বিস্তারিত।

অ্যাসিড রিফ্লাক্স:  খালি পেটে গরম পানি পানে অ্যাসিড রিফ্লাক্স দেখা দিতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের ফলে পাকস্থলীর অ্যাসিড পুনরায় খাদ্যনালিতে প্রবাহিত হয়। ফলে এ সময় বুকে জ্বালাপোড়া, বুকে ব্যথা, টক বমি এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে।

দাঁতক্ষয় : এক মাসেরও বেশি সময় ধরে প্রতিদিন গরম পানি পান করলে দাঁত ক্ষয় হতে পারে। পানির অ্যাসিডিক নেচার বা অম্লতা এর জন্য দায়ী। পানি অতিরিক্ত গরম হলে কিংবা দাঁতে আগে থেকেই সমস্যা থাকলে পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে।

পেটের সমস্যা : খালি পেটে মাত্রাতিরিক্ত গরম পানি পান হজমের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। আগে থেকেই আইবিএস (ইরিটেবল বাওয়েল সিনড্রোম), বুক জ্বালা, বদহজম ইত্যাদির সমস্যা থাকলে পেট খারাপ বা পাতলা পায়খানার প্রবণতা বাড়বে।

ইলেক্ট্রোলাইট ভারসাম্যহীনতা : ইলেক্ট্রোলাইট হলো বিভিন্ন খনিজ উপাদানের সমষ্টি, যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। শরীরে এই প্রয়োজনীয় উপাদানটির ভারসাম্যহীনতা দেখা দিলে ক্লান্তি, মাংসপেশিতে টান, মাথা ঘোরানোসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। আয়ুর্বেদ অনুসারে, খালি পেটে অতিরিক্ত গরম পানি পান করলে ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।

ওষুধ শোষণে বাধা: আমাদের মধ্যে অনেকেই আয়রন স্বল্পতা বা অন্যান্য শারীরিক সমস্যায় ভুগে সাপ্লিমেন্টস এবং অ্যান্টিবায়োটিক সেবন করে থাকেন। কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে গরম পানি পানের পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে এসব ওষুধের শোষণে সমস্যা সৃষ্টি হতে পারে।  তথ্যসূত্র: দ্য হেলথ সাইট

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়