শিরোনাম
◈ শিল্পবান্ধব বাজেট চেয়ে এনবিআরকে ১১৪ সুপারিশ ◈ শার্শায় কাওমী মাদ্রাসার মহিলা আবাসিক রুম থেকে সিসি ক্যামেরা জব্দ! ◈ আগামীতেবিএনপি ক্ষমতায় এলে বিনিয়োগকারীদের সকল সুযোগ সুবিধা দেয়া হবে : আমির খসরু ◈ শুধু ফিলিস্তিনে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের অত্যাচার হচ্ছে : মির্জা আব্বাস  ◈ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের 'অস্বাভাবিক' সিদ্ধান্ত কেন ভারতের ◈ লস অ‌্যাঞ্জেলস অলিম্পিকে ফিরছে ক্রিকেট, পুরুষ‌ ও নারী বিভা‌গে ৬‌টি ক‌রে দল খেল‌বে ◈ চীনা পণ্যে মার্কিন শুল্ক বেড়ে ১৪৫ শতাংশ ◈ কানাডার কোয়েস্ট ওয়াটার গ্লোবাল বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক স্থগিত: পরবর্তী করণীয় নিয়ে তৎপর ঢাকা ◈ বাংলাদেশের দুই খাতে আগ্রহ দেখালেন পাকিস্তানের ব্যবসায়ী

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৪, ১২:১১ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষার তেলের ব্যবহারে চুল পড়া বন্ধ করবে

কমবেশি সবার ঘরে আর যাই থাকুক না কেন, সরিষার তেল থাকবেই। শুধু রান্নাতে ব্যবহার করা ছাড়াও ইমিউনিটি বাড়ানো, ঠাণ্ডার চিকিৎসা করা, ত্বক মসৃণ করা এবং সর্বোপরি চুলের বিভিন্ন উপকারে লাগে সরিষার তেল।

সরিষার তেল নিয়মিত ব্যবহারে চুলের যে সব সমস্যার থেকে মুক্তি পেতে পারেন-

১.সরিষার তেলে আলফা ফ্যাটি অ্যাসিড থাকে যা চুল সুন্দর, স্বাস্থ্যজ্বল রাখে। এছাড়া আলফা ফ্যাটি অ্যাসিড দারুণ কন্ডিশনারের কাজ করে। ফলে চুল দ্রুত বৃদ্ধি হয়।

২.বর্তমানে চুল পড়া খুবই সাধারণ সমস্যা। এর কারণ চুলের ফলিকল দুর্বল হয়ে নষ্ট হয়ে যাওয়া হতে পারে। চুলে নিয়মিত সরিষার তেল মালিশ করলে ফলিকল মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে।

৩.চুল রুক্ষ, শুষ্ক, নিষ্প্রাণ হয়ে গেলে নিয়মিত মাথার তালুতে সরিষার তেল মালিশ করুন। এর ফলে মাথার তালুতে রক্ত সঞ্চালন ঠিক ভাবে হবে এবং চুলের গোড়া মজবুত হয়ে চুল পড়া বন্ধ হবে।

৪.সরিষার তেল ও অ্যালোভেরা মিশিয়ে মাথার তালুতে ভালোভাবে মালিশ করে ৩০ থেকে ৪০ রাখলেও চুল মসৃণ, স্বাস্থ্যজ্বল হবে ও চুল পড়া বন্ধ করবে। ভালো ফল পেতে সপ্তাহে দুই দিন এই পদ্ধতি অবলম্বন করুন।

৫.সরিষার তেলে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি মিনারেল ছাড়াও ভিটামিন A, D, E ও K থাকে। এতে আছে জিঙ্ক, বিটা ক্যারোটিন ও সেলেনিয়াম যা চুল লম্বা হতে সাহায্য করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়