রাশিদ রিয়াজ: ইরান বিদেশে ১৬টি ফার্মাসিউটিক্যাল কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। বর্তমানে দেশটি কারখানা স্থাপনের চুক্তি চূড়ান্ত করছে। ইরানের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ সিন্ডিকেটের চেয়ারম্যান ফারামারজ এখতেরাই এই তথ্য জানান। তবে তিনি টার্গেট দেশগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানাননি।
“বর্তমানে দেশের ওষুধ কারখানার প্রয়োজনীয় ৭০ শতাংশেরও বেশি কাঁচামাল দেশীয়ভাবে উৎপাদিত হয়,” মেহর বার্তা সংস্থা এখতেরাই এর বরাতে এই তথ্য জানায়।
রপ্তানির জন্য দেশের ফার্মাসিউটিক্যাল কারখানার সক্ষমতা এবং সম্ভাবনার কথা তুলে ধরে এই কর্মকর্তা বলেন, চাপিয়ে দেওয়া নিষেধাজ্ঞাগুলি পণ্য রপ্তানি করা কঠিন করে তুলেছে। ফলে অনেক বাধা সৃষ্টি হয়েছে।
একবার এই ধরনের কারখানাগুলি নির্মিত হলে দেশের ওষুধ শিল্পের প্রকৃত সম্ভাবনা উদ্ভাসিত হবে। সূত্র: তেহরান টাইমস
আপনার মতামত লিখুন :