শিরোনাম

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ০৪:৪৭ দুপুর
আপডেট : ১২ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে প্রায় দুইশতাধিক গাড়িতে আগুন, লুট, চিকিৎসকদের ওপর হামলা

শাহীন খন্দকার: [২.১] রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা শাহবাগে ছাত্রলীগকে ধাওয়া করে, এ সময়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগ হাসপাতালের ভেতরে প্রবেশ করে।

[২.২] আন্দোলনকারীরা এ সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকা রোগীসহ হাসপাতালের কর্মচারীদের আনা-নেওয়ার বাস, চিকিৎসক-কর্মকর্তাদের ব্যাক্তিগত প্রায় ১৫০ টি গাড়িসহ  ৫০টি হোন্ডা ভাঙচুরসহ আগুন দেয়।

[৩.১] হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, রোগীদের রেকর্ড সংরক্ষণশালাসহ ব্যাপক ভাঙচুর করেছে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। তারা হাসপাতালের টিকিট কাউন্টারের টাকা লুট করেছে! চিকিৎসকদের ওপর হামলা চালিয়েছে, এতে বেশ কয়েকজন চিকিৎসকসহ রোগীরা আহত হয়েছেন।

[৩.২] সেই সঙ্গে বিএসএমএমইউতে আগুন দেয়াসহ অবরুদ্ধ করে রাখা হয় চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কমর্চারীদের। 

[৩.৩] হাসপাতালের একাধিক চিকিৎসক ও কর্মকর্তারা জানিয়েছে, পুরান ঢাকার দিক থেকে আসা মিছিল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময়ে ধাওয়া খেয়ে ছাত্রলীগ হাসপাতালের ভেতরে প্রবেশ করে।

[৩.৪] এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ভেতর থেকে পিছনের গেট দিয়ে ছাত্রলীগকর্মীরা বাহির হয়ে যাওয়া নিশ্চিত করেই আন্দোলনকারীরা গাড়ি ভাঙচুর ও আগুন দেয় হাসপাতালের ভিতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেল । 

[৪] অবরুদ্ধ চিকিৎসকসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা হাসপাতালের একাধিক সূত্র জানিয়েছে, রোববার বেলা ১১টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়