শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন ◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী!

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৪:২৩ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ৫৯৯৪, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৩০১জন

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এমআইএস ও ইনচার্জ ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম জানিয়েছেন, গত এক সপ্তাহে দেশে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

[৩] চলতি বছর জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত আক্রান্ত হয়েছেন, ৫ হাজার ৯৯৪ জন আর মৃত্যু হয়েছে ৫৫ জনের। সেই সঙ্গে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, সর্বমোট ৫ হাজার ৩০১ জন। এদিকে রোববার ও সোমবার দুই দিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন। মারা গেছেন দুইজন।

[৪] সোমবার (২৯ জুলাই) ডেঙ্গুতে সারাদেশে আক্রান্ত হয়েছে ২২৬ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক তথ্যে জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

[৫] আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬৯ জন, বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা বিভাগের বাইরে ৬ জন আর ঢাকা দুই সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন। খুলনা বিভাগের বাইরে ১২ জন, ময়মনসিংহ বিভাগের বাহিরে ২ জন, রাজশাহী বিভাগের বাইরে ৩ জন এবং রংপুর বিভাগের বাইরে ২ জন আক্রান্ত।

[৬] গত সোমবার ২৪ ঘণ্টায় দেশে মোট ১৪৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৫ হাজার ৩০১ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় নারী ৩১ দশমিক ৬ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬৮ দশমিক ৪ শতাংশ আক্রান্ত হয়েছেন।

[৭] চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫৫ জন। এর মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

[৮] ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। সম্পাদনা: রাশিদ

এসকে/আরআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়