শাহীন খন্দকার: [২] শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
[৩] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১৪৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৮ জন, ঢাকা দুই সিটি কর্পোরেশনের ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৭জন।
[৪] গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১২৬ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট ৪ হাজার ৮৪২ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় নারী ৩৭ দশমিক ২ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬২ দশমিক ৮ শতাংশ আক্রান্ত হয়েছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী
এসকে/এসসি/এনএইচ