শিরোনাম
◈ ডিসেম্বরে নির্বাচন ঘিরে সরব রাজনৈতিক  ◈ ধর্ষণের শিকার দাবি করা সেই শিক্ষার্থীর বিষয়ে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের ৩৪০ ডট বল ◈ সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা মুখোমুখি ◈ বাংলাদেশ দলের কনসালটেন্ট শ্রীরাম এখন চেন্নাই সুপার কিংসের সহকারী বোলিং কোচ ◈ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে ‘হাস্যকর’ বলে যে বার্তা দিলেন জয়শঙ্কর ◈ আত্মপ্রকাশ করতে যাওয়া ছাত্রদের নতুন দলের নামে নাগরিক, ছাত্রজনতা কিংবা রেভ্যুলেশন শব্দ থাকতে পারে ◈ ভারতে পাঁচ বছর ধরে এক কিশোরীকে ধর্ষণ করে ৬০ জন! ◈ সাড়ে পাঁচ কোটি ভোটার এখনও পাননি  স্মার্টকার্ড  ◈ আজ জাতীয় শহীদ সেনা দিবস: বিডিআর হত্যাযজ্ঞের ১৬ বছর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৭:২০ বিকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২৪০ জন চিকিৎসাধীন 

শাহীন খন্দকার: [১] রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গত কয়েকদিনের সহিংসতার ঘটনায়  আহত হয়ে বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন, তাদের মধ্যে কয়েকজনের আশঙ্কাজনক অবস্থায় আইসিইউ ও এইচডিইউতে ভর্তি  আছেন। 

[২] বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিনের সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৪০ জন।

[৩] এদের মধ্যে অনেই ধীরে ধীরে অনেক রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এসময়ে মৃত্যুর সংখ্যা জানতে চাইলে তিনি বলেন, গত মঙ্গলবার যেটা বলেছি ৬০ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল, তাদের চিকিৎসকরা নিয়মানুযায়ী মৃত ঘোষণা করেন। 

[৪]এছাড়া ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া পরবর্তীতে কয়েকজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেলেও এ হিসাব এখনো হাতে আসেনি। 

[৫] ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে জানা গেছে, সহিংসতার ঘটনায় গত মঙ্গলবার একজনের মৃতদেহের পাশাপাশি তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ।সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়