শিরোনাম
◈ সিনওয়ারের মরদেহ নিয়ে ‘দর কষাকষি’ করতে চায় ইসরায়েল ◈ ঢাকার দুই সিটি করপোরেশন : সাড়ে চারশ কোটি টাকার ময়লা-বাণিজ্য হাত বদল ◈ এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ নির্বাচনের সময় নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল ◈ পরীক্ষা দিতে এসে আটক রাবি ছাত্রলীগের ২ নেতা ◈ বিশ্বের ১১০ কোটি তীব্র দরিদ্র মানুষের মধ্যে প্রায় ২৫ কোটি থাকেন ভারতেই!  ◈ দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর সাবেক স্ত্রীর হামলা ◈ এবার শাহবাগে বিক্ষোভ করছে আউটসোর্সিং কর্মচারীরা : চাকরি জাতীয়করণের দাবি ◈ স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ আবার ফিরেছেন বাংলাদেশ দলে ◈ দক্ষিণখানে পুলিশের পোশাক,নকল পিস্তলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৭:০৭ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৪, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৪ ঘন্টায় ডেঙ্গু শনাক্ত ২৬৩ জন

শাহীন খন্দকার: [২] গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত সারা দেশে আরও ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৭ জন।

[৪] ময়মনসিংহ বিভাগে ৯ জন, খুলনায় ৮ জন, রাজশাহীতে দুইজন। গত ২৪ ঘণ্টায় দেশে মোট  ৩৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট চার হাজার ৭১৬ জন ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘন্টায় নারী ৩৯ দশমিক ৯ শতাংশ আক্রান্ত আর পুরুষ ৬০ দশমিক ১ শতাংশ আক্রান্ত হয়েছেন।

[৫] চলতি বছর জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৫০ জন। এর মধ্যে ৩৯ দশমিক ২ শতাংশ নারী এবং  পুরুষ ৬০ দশমিক ৮ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু  নেই। চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৫০ জন। এর মধ্যে নারী ৫৪ দশমিক শূন্য শতাংশ পুরুষ ৪৫ দশমিক শূন্য শতাংশ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন।

[৬] ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়