শিরোনাম
◈ জাতীয় নাগরিক পার্টি জনগণের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে? আছে চ্যালেঞ্জ ◈ এবার জানা গেল খালেদা জিয়ার আসনে কে হচ্ছেন জামায়াতের সম্ভাব্য প্রার্থী! ◈ রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে হারালো বার্সেলোনা ◈ অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াত আমির ◈ একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনূস ◈ ফুলহ্যামের কাছে হেরে এফএ কাপ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায় ◈ এবার আওয়ামী লীগ থেকে ‘পদত্যাগের’ ঘোষণা সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের ◈ ইনজামাম-উল-হক অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএল বয়কটের আহ্বান জানালেন ◈ নতুন অধিনায়ক নির্বাচনে কয়েক সপ্তাহ সময় চাইলেন কোচ ম্যাককালাম ◈ পশ্চিমবঙ্গে গঙ্গা চুক্তি নিয়ে ঢাকা-দিল্লির বৈঠক কীসের ইঙ্গিত?

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ০৩ মার্চ, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনজুর এ আজিজ

জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জরুরি : উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু বিনিয়োগ ফলপ্রসূ করতে কৌশলগত অংশীদারিত্ব প্রয়োজন। স্থানীয় সম্প্রদায় ও বাস্তুতন্ত্রের সুরক্ষা নিশ্চিত করতেও এটি জরুরি। তিনি বলেন, সরকার টেকসই পরিবেশ ব্যবস্থাপনায় অঙ্গীকারবদ্ধ।

রোববার পানি ভবনে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক এবং নরওয়ের সাবেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এরিক সোলহেইম এর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

আলোচনায় বাংলাদেশের জলবায়ু সহযোগিতা জোরদার করা, কার্বন বাজারের সুযোগ অন্বেষণ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধার উদ্যোগকে এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা হয়। পুনঃবনায়ন, আগ্রাসী প্রজাতি নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের বিষয়েও মতবিনিময় করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশের বনায়ন ও সংরক্ষণ প্রচেষ্টায় সহায়তার আগ্রহ প্রকাশ করে। তারা টেকসই বন ব্যবস্থাপনা ও ইকো-রেস্টোরেশন কর্মসূচির প্রস্তাব দেন।

আন্তর্জাতিক অংশীদারদের সাথে জলবায়ু উদ্যোগে যুক্ত হতে একটি কাঠামোবদ্ধ পন্থার প্রয়োজনীয়তা তুলে ধরে, প্রতিনিধিদল কার্বন ক্রেডিট প্রকল্প এবং নবায়নযোগ্য শক্তি সমাধানে বিনিয়োগের সম্ভাবনা জোর দিয়ে উল্লেখ করেন। তারা প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬ বাস্তবায়নের জন্য একটি শক্তিশালী জাতীয় কাঠামোর গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের কার্বন রেজিস্টার ব্যবস্থা উন্নত করার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব রাখেন। এতে একমত হন উভয় পক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়