শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক খারাপ হয়, এমন বক্তব্য পরিহার করার আহ্বান ভারতের প্রধানমন্ত্রীর ◈ এবার মার্কিন পণ্যে পাল্টা ৩৪ শতাংশ শুল্ক আরোপ করল চীন ◈ বিশ্বের মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে কেউ জুলুম চালাতে পারবে না : ইরান ◈ দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ◈ বাংলাদেশের কোনো নির্দিষ্ট দলকে সমর্থন নিয়ে ড. ইউনূসকে যা বলেন মোদি ◈ ড. ইউনূস-মোদি ৪০ মিনিটের বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করেন ◈ লাশের স্তুপে পরে থাকা কানাই লাল জানালেন সেই নৃশংস গণহত্যার ঘটনা ◈ ৭২ ঘন্টা পর চোখ খুলেছে শিশুটি, এক আসামি গ্রেফতার ◈ থাইল্যান্ডকে ভিসা সহজীকরণসহ যেসব বিষয়ে আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ◈ ইউনূস-মোদি বৈঠকে আশার আলো তৈরি হয়েছে: ফখরুল ইসলাম

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাপ্তাহিক ছুটির দিনে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় 

নিনা আফরিন ,পটুয়াখালী : সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, শনিবার এবং শ্যামা পূজার ছুটি উপলক্ষে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে। পর্যটকদের উপস্থিতি বাড়ায় ব্যস্ত সময় পার করছেন পর্যটন নির্ভর সকল ব্যবসায়ীরা।

সরেজমিনে কুয়াকাটা সৈকত এলাকায় গিয়ে দেখা যায় সৈকতের জিরো পয়েন্ট থেকে আশেপাশের প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে হৈ-হুল্লোড়ে মেতে আছেন পর্যটকরা।কেউ কেউ করছেন সমুদ্রে গোছল,কেউ আবার আনন্দ উপভোগের দৃশ্য স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য তুলে রাখছেন ছবি ,কেউ আবার পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধবের সাথে একান্তে বসে সময় কাটাচ্ছেন।

যশোরের মনিরামপুর থেকে ঘুরতে আসা আলমাস,মনি দম্পতির সাথে কথা কথা বললে তারা জানান, কুয়াকাটা তাদের একটি খুব পছন্দের জায়গা।এর আগেও বেশ কয়েকবার কুয়াকাটা আসা হয়েছে তাদের।এবার তারা পরিবারের সকল সদস্যদের নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসেছেন।হালকা হালকা শীত পড়তে শুরু করেছে তাদের কাছে বেশ অসাধারণ লাগছে এবারের কুয়াকাটা ভ্রমণ। 

পর্যটকদের আনাগোনা বাড়লে বেশ ফুরফুরে মেজাজে এবং হাসি খুশি থাকতে দেখা যায় সৈকতের ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের।সৈকতের ভাসমান ডাব বিক্রেতা মোঃ স্বপন বলেন,আজকে অনেকদিন পরে অসংখ্য পর্যটকদের উপস্থিতি হয়েছে, পর্যটক থাকলে আমাদের বেচাকেনা ভালো হয় যে কারণে মন ভালো থাকে।নভেম্বরের শুরু থেকেই পর্যটন মৌসুম শুরু হয় তাই আশা করছি সামনের দিনগুলিতে ভালো সংখ্যক পর্যটকদের উপস্থিতি হবে। 

কুয়াকাটার অভিজাত আবাসিক হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান, বিগত কয়েক মাস তাদের ব্যবসায় বেহাল অবস্থা চলছিল।দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পর্যটক আসতে পারেনি কুয়াকাটা।কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হয়েছে অধিকাংশ হোটেল মালিকদের। নভেম্বরের শুরু থেকেই যেহেতু পর্যটকদের আগমন লক্ষ্য করছি তাই এ বছর আশা করছি ভালো সংখ্যক পর্যটক কুয়াকাটা আসবেন এবং সকল হোটেল মালিকসহ সকল ব্যবসায়ীরা তাদের লোকসান কাটিয়ে উঠতে পারবেন। 

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ বলেন, সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে কুয়াকাটায় বেশ ভালো সংখ্যক পর্যটকদের উপস্থিতির লক্ষ্য করেছি।দেশের রাজনৈতিক পরিস্থিতি যেহেতু স্বাভাবিকের দিকে যাচ্ছে আমরা আশা করব আমাদের আশানুরূপ পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে কুয়াকাটা ভ্রমণে আসবেন।হোটেল মালিকরা তাদের অর্থনৈতিক মন্দা কাটিয়ে লাভের মুখ দেখবেন।

পর্যটকদের নিরাপদে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিতের জন্য কুয়াকাটায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।পর্যটকদের সকল ধরনের সমস্যায় সার্বক্ষণিক পাশে রয়েছেন তারা এমনটি জানিয়েছেন টুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আবুল কালাম আজাদ।তিনি আরো বলেন, দেশের চলমান অস্থিরতা কেটে যাওয়ায় পর্যটক বাড়তে শুরু করেছে।আমরা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতদের জন্য সর্বক্ষণিক কাজ করে যাচ্ছি।কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকরা শতভাগ নিরাপদে নিশ্চিন্তে তাদের ভ্রমণ শেষ করে বাড়ি ফিরতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়