মনিরুল ইসলাম : ঘূর্ণিঝড় "দানা'' বাংলাদেশে আঘাত হানার আশংকা নেই এমনটা জানায় আবহাওয়া অধিদপ্তর বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উপকুলবর্তী জেলাসমূহের জেলাপ্রশাসকগনের সঙ্গে আলোচনায় তাঁরা জানিয়েছেন যে, ঘূর্ণিঝড় "দানা''এর প্রভাব থেকে তাঁরা সার্বিকভাবে নিরাপদে রয়েছেন।
ঝড়ো হাওয়ায় পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে ৪/৫টি ঘর ভেঙে পড়ার খবর জানিয়েছেন।
টেলিফোনে যোগাযোগ করে আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে যে, ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাত হানার আশংকা নেই।