শিরোনাম
◈ বাংলাদেশ-চীন-পাকিস্তান কূটনীতি জোরদার, পিছিয়ে ভারত ◈ দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, মন্ত্রিসভাকে বলেছেন ট্রাম্প: পলিটিকো ◈ ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা ◈ এবার নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে ◈ হঠাৎ উত্তপ্ত সিলেট: একদিনে আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা ◈ যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ: শফিকুল আলম ◈ ফরিদপুরের বোয়ালমারীতে পেঁয়াজ তোলা নিয়ে সংঘর্ষ, আহত ১০ ◈ ফরিদপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত ◈ আবার বিতর্কে মরিনিও, এবার টিপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক! ◈ বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি পুনর্বিবেচনা করা উচিৎ: পরিবেশ মন্ত্রী

আনিস তপন: [২] বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ ফি ২০ টাকা থেকে বাড়িয়ে একলাফে ১০০ টাকা করা হয়েছে। তবে এটা পুনর্বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

[৩] বৃহস্পতিবার সচিবালয়ে নিজের মন্ত্রণালয়ের ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, এখানে রাজস্ব আদায়ের একটি বিষয় আছে। তারপরও এটা ঠিক হয়নি। অর্থ মন্ত্রণালয় মন্ত্রণালয় ও বিভাগগুলোকে টার্গেট দিয়ে থাকে। সেজন্য বাড়ানো হয়েছে। তবে এটা বিবেচনা করা হবে।

[৪] এরআগে পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষিত ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা কতটুকু বাস্তবায়িত হয়েছে তা নিয়ে সাংবাদিকদের জানান সাবের হোসেন চৌধুরী।

[৫] মন্ত্রী বলেন, ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনার ৭৮ ভাগ বাস্তবায়িত হয়েছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, বন, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষিত ২৮ টি অগ্রাধিকারের মধ্যে ২২ টি পুরোপুরি এবং ৪ টির আংশিক বাস্তবায়ন করা হয়েছে। আংশিক বাস্তবায়ন বিবেচনায় নেয়া হলে বাস্তবায়নের হার হবে ৮৫ শতাংশ।  উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও ২ টি অগ্রাধিকার বাস্তবায়ন করা সম্ভব হয়নি, বাস্তবায়নের কাজ চলমান আছে। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়