শিরোনাম
◈ দেশে নতুন ভোটার ৬৩ লাখ, বাদ ২৩ লাখ মৃত ভোটার ◈ দেশের দক্ষিণের ২১ জেলায় বিকেল থেকে ‘ব্ল্যাক আউট’ ◈ বড় দুই ভাই টম ও স্যাম কারান ইংল্যান্ডের হ‌য়ে খেল‌লেও বাবার দেশের হয়ে খেলছেন বেন কারান! ◈ জুলাই যোদ্ধাদের মতো দেশের জন্য ভাবতে হবে, শিক্ষার্থীদের আসিফ নজরুল ◈ তিন দাবিতে ফের আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা ◈ সিস্টেম লসে দেশের গ্যাস খাতে বছরে আর্থিক ক্ষতি হচ্ছে বিলিয়ন ডলার ◈ কাশ্মী‌রে হামলা নি‌য়ে ভারতের অভিযোগে শহীদ আফ্রিদির ক্ষোভ, ক্রিকেট পা‌রে দুই দেশ‌কে একত্র কর‌তে ◈ ক্রিকেট বো‌র্ডের ২৩৮ কোটি টাকা স্থানান্তরের অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’: বিসিবির বিবৃ‌তি ◈ ঝটিকা মিছিল বিরোধী অভিযান, গ্রেফতার ৮  ◈ ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“পুরুষ তারকারা ক্যামেরার সামনে নারীবাদী, পেছনে নারী-বিদ্বেষী”— বিস্ফোরক মালবিকা মোহনান

পুরুষ তারকারা ক্যামেরার সামনে নারীবাদী হওয়ার ভান করেন, কিন্তু বাস্তবে একদম উল্টো আচরণ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনান। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ভণ্ডামির মাত্রা বেড়েই চলেছে। ওই সাক্ষাৎকারে মালবিকা বলেন, সিনেমা জগতে নারী-পুরুষ বৈষম্য এখনও পুরোপুরি দূর হয়নি। বরং এখন অনেক পুরুষ তারকা খুব চতুরভাবে আধুনিক ভাবমূর্তি তৈরি করছে।

তিনি আরও বলেন, তারা জানে কীভাবে এমন কিছু কথা বলতে হয়, যাতে মনে হয় ওরা খুব নারীবাদী, খুব আধুনিক। কিন্তু ক্যামেরার বাইরে গিয়ে ওদের আসল চেহারা দেখা যায়। তারা তখন ভয়ানক নারী-বিদ্বেষী হয়ে ওঠে। এটা এক ধরনের ভণ্ডামি।

উল্লেখ্য, গত বছর মালবিকা অভিনয় করেছেন 'থাঙ্গালান' (তামিল) ও 'যুদ্ধরা' (হিন্দি) সিনেমাতে। সামনে তাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে তেলুগু সিনেমা 'দ্য রাজা সাব'-এ। এই সিনেমায় আরও থাকবেন নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। সঞ্জয় দত্তও ক্যামিও চরিত্রে থাকতে পারেন।

এছাড়াও মালবিকা অভিনয় করছেন কার্থির সঙ্গে 'সর্দার ২' (তামিল) এবং মালয়ালম সিনেমা 'হৃদয়পূর্বম'-এ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়