শিরোনাম
◈ ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ ◈ সরকারি চাকরিজীবীরা এক মাসে ২ বার সুখবর পাচ্ছেন ◈ বিশ্বনেতাদের সঙ্গে পোপের শেষকৃত্যে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ◈ পাসপোর্ট ইস্যুতে বড় সুখবর ◈ কাশ্মীর হামলা: কড়া বার্তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ◈ এবার গরমে লোডশেডিংয়ের বিষয়ে সুখবর দিলেন বিদ্যুৎ উপদেষ্টা ◈ কাশ্মীর নি‌য়ে উত্তেজনা চর‌মে, পাকিস্তান মহিলা ক্রিকেটারের বিতর্কিত মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত ◈ রাষ্ট্র সংস্কার সরকারের একক সিদ্ধান্তে নয়, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন: আলী রীয়াজ ◈ সিন্ধু নদের বিষয়ে ভারতের সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে গঙ্গা পানি চুক্তির উপর প্রভাব ফেলতে পারে: দ্য হিন্দুর প্রতিবেদন

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৩১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“পুরুষ তারকারা ক্যামেরার সামনে নারীবাদী, পেছনে নারী-বিদ্বেষী”— বিস্ফোরক মালবিকা মোহনান

পুরুষ তারকারা ক্যামেরার সামনে নারীবাদী হওয়ার ভান করেন, কিন্তু বাস্তবে একদম উল্টো আচরণ করেন। এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন দক্ষিণী অভিনেত্রী মালবিকা মোহনান। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ভণ্ডামির মাত্রা বেড়েই চলেছে। ওই সাক্ষাৎকারে মালবিকা বলেন, সিনেমা জগতে নারী-পুরুষ বৈষম্য এখনও পুরোপুরি দূর হয়নি। বরং এখন অনেক পুরুষ তারকা খুব চতুরভাবে আধুনিক ভাবমূর্তি তৈরি করছে।

তিনি আরও বলেন, তারা জানে কীভাবে এমন কিছু কথা বলতে হয়, যাতে মনে হয় ওরা খুব নারীবাদী, খুব আধুনিক। কিন্তু ক্যামেরার বাইরে গিয়ে ওদের আসল চেহারা দেখা যায়। তারা তখন ভয়ানক নারী-বিদ্বেষী হয়ে ওঠে। এটা এক ধরনের ভণ্ডামি।

উল্লেখ্য, গত বছর মালবিকা অভিনয় করেছেন 'থাঙ্গালান' (তামিল) ও 'যুদ্ধরা' (হিন্দি) সিনেমাতে। সামনে তাকে দেখা যাবে প্রভাসের সঙ্গে তেলুগু সিনেমা 'দ্য রাজা সাব'-এ। এই সিনেমায় আরও থাকবেন নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। সঞ্জয় দত্তও ক্যামিও চরিত্রে থাকতে পারেন।

এছাড়াও মালবিকা অভিনয় করছেন কার্থির সঙ্গে 'সর্দার ২' (তামিল) এবং মালয়ালম সিনেমা 'হৃদয়পূর্বম'-এ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়