শিরোনাম
◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব  ◈ ‌জিম্বাবু‌য়ের কা‌ছে টেস্ট হা‌রের দায় একাই নি‌লেন অ‌ধিনায়ক শান্ত  ◈ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শনিবার হবে শেষকৃত্য ◈ বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালুর পথে, মে মাসে চূড়ান্ত প্রস্তুতি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট ◈ গোল্ডেন ভিসায় অর্থপাচার করে দুবাইয়ে সম্পদের পাহাড়: ৭০ জনের কর নথি চেয়ে এনবিআরকে দুদকের চিঠি ◈ গুমে জড়িতদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন বিধান রেখে আইন করতে যাচ্ছে সরকার ◈ কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা, টিআরএফকে সন্দেহ ভারত সরকারের ◈ রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ◈ কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৭:০১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরীমণির পাল্টা মামলা সেই গৃহকর্মী পিংকির বিরুদ্ধে 

এবার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলা করেন পরীমণি। বিচারক নুরে আলম বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে আগামী ৮ জুলাই এ বিষয়ে তদন্ত করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

মামলায় পরীমণি অভিযোগ করেছেন, পিংকি মিথ্যা অভিযোগ তুলে তাঁকে হেয় প্রতিপন্ন করেছেন। অনলাইনে কুৎসা রটনা করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার মানহানির করেছেন। গৃহকর্মী পিংকিকে তিনি মারধর করেননি। মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ সাজিয়ে পরীমণির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যম ও গণমাধ্যমে কুৎসা রটনা করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ১৭ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তাঁর গৃহকর্মী পিংকি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে করা এই মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলা করার পর সাইবার নিরাপত্তা আইনে মামলা করলেন পরীমণি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়