কাতারের দোহায় আয়োজিত আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ অংশ নিতে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আর এই সফরের এক ফাঁকে তার সঙ্গে দেখা হয় খ্যাতনামা হলিউড অভিনেতা ইদ্রিস এলবার।
ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, দোহায় ইদ্রিস এলবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।’
ইদ্রিস আকুনা এলবা অভিনয়ের পাশাপাশি প্রযোজক, পরিচালক, সংগীতশিল্পী ও ডিজে হিসেবেও বেশ প্রশংসিত ব্রিটিশ এই শিল্পী। তিনি এইচবিও’র জনপ্রিয় সিরিজ ‘দ্য অয়্যার’-এ স্ট্রিঙ্গার বেল চরিত্রে এবং বিবিসির লুথার-এ জন লুথার চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এছাড়া ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম’ সিনেমায় দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে আলোচিত হন।
তার ঝুলিতে রয়েছে একটি গোল্ডেন গ্লোব পুরস্কারসহ চারবারের গোল্ডেন গ্লোব ও পাঁচবারের প্রাইমটাইম এমি মনোনয়ন।