শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ নায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী

বাংলা সিনেমার গণমানুষের নায়ক প্রয়াত চিত্রনায়ক মান্নার ৬০তম জন্মবার্ষিকী আজ ১৪ এপ্রিল। সামাজিক, রোমান্টিক, অ্যাকশন- সব ঘরানার সিনেমা দিয়ে দর্শকের মন জয় করে নেওয়া প্রয়াত এ অভিনেতা এখনো ভক্তদের স্মৃতিতে উজ্জ্বল। মৃত্যুর ১৪ বছর পরও তাদের মনে প্রিয় নায়ক হয়ে বেঁচে আছেন তিনি।

১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতীর কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। চিত্রনায়ক হিসেবে মান্না নামে পরিচিতি পেলেও তার পারিবারিক নাম এস এম আসলাম তালুকদার মান্না। ভক্তদের ভালোবাসায় তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক। নব্বই দশকের দাপুটে এ অভিনেতার ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি বেশ ঝোঁক ছিল।

তাই উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করার পর ঢাকা কলেজে পড়াকালীন ১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মান্না। তার অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলি’।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হন। তার অভিনীত ‘ত্রাস’ ব্যাপক সাড়া জাগানো একটি সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ সিনেমার গান, অভিনয় দর্শক দীর্ঘদিন মনে রাখবেন। এছাড়াও জীবদ্দশায় অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছিলেন তিনি।

নায়ক মান্না অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘সিপাহী’, ‘যন্ত্রণা’, ‘অমর’, ‘পাগলী’, ‘ত্রাস’, ‘কাশেম মালার প্রেম’, ‘জনতার বাদশা’, ‘লাল বাদশা’, ‘আম্মাজান’, ‘রুটি’, ‘দেশ দরদী’, ‘অন্ধ আইন’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘অবুঝ শিশু’, ‘মায়ের মর্যাদা’, ‘মা-বাবার স্বপ্ন’, ‘হৃদয় থেকে পাওয়া’, ‘আব্বাজান’ ইত্যাদি।

অভিনেতা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তিনবার মেরিল-প্রথম আলো পুরস্কার, পাঁচবার বাচসাস পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন মান্না।

ব্যক্তিগত জীবনে মান্না তার কর্মজীবনের শুরুর দিকের সহ-অভিনেত্রী শেলী কাদেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সিয়াম ইলতিমাস মান্না নামে এক পুত্রসন্তান রয়েছে।

২০০৮ সালে ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মান্না। জীবনযাত্রা শেষে জন্মভূমি টাঙ্গাইলের কালিহাতির এলেঙ্গায় চিরনিদ্রায় শায়িত হন ক্ষণজন্মা নায়ক মান্না।

দাপুটে এ অভিনেতার জন্মদিন উপলক্ষে আজ সোমবার (১৪ এপ্রিল) ‌‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের একটি গান কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। গানটি গেয়েছেন শিল্পী আসিফ আকবর। কথা লিখেছেন আমীনূর রহমান ও সুর করেছেন কিশোর দাশ।

জন্মদিন উপলক্ষে কৃতাঞ্জলির অফিসে আয়োজিত অনুষ্ঠানে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, ‘মান্না আমাদের মাঝে নেই। তবে তার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মান্না চলে যাওয়ার দিনই আমরা মান্না ফাউন্ডেশন প্রতিষ্ঠা করি। কৃতাঞ্জলির ইউটিউব চ্যানেল ও ওটিটির যাত্রা শুরু করেছি। তার স্মরণে আসিফ আকবরের ‘স্বপ্নের বাজিগর মান্না’ শিরোনামের গানটি আজ মুক্তি পেল।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়